India vs Bangladesh Virat Kohli wanted to keep 3 reviews for his team says Sanjay Manjrekar on Chennai Test LBW

চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি কীরকম ব্যাটিং করেন, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।

কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর এক মুহূর্ত নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা শুভমন গিলের সঙ্গে কথা বলেন কোহলি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে মতামত চান। শুভমন নিশ্চিত হতে পারেননি। কোহলিও মাঠ ছাড়েন।

পরে অবশ্য রিপ্লেতে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগেছিল। ডিআরএস নিলে বেঁচে যেতেন কোহলি। হয়তো বড় ইনিংসও খেলতে পারতেন। তবে ডিআরএস নেওয়ার ঝুঁকি নেননি কোহলি। মাঠ ছাড়েন আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে। নিজের উইকেটের পরোয়া করেননি।

আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা

কোহলির মানসিকতা দেখে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন, কোহলি সম্ভবত রিভিউ নেননি কারণ তিনি চাননি দলের হাতে থাকা তিনটি রিভিউয়ের কোনওটি নষ্ট হোক। কোহলি কতটা নিঃস্বার্থ, সেটাই বোঝাতে চেয়েছেন মঞ্জরেকর।

 

প্রথম ইনিংসে মাত্র ৬ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে ফেরেন। মঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘বিরাটের জন্য আজ খুব খারাপ লাগছে। ও নিশ্চয়ই বুঝতে পারেনি যে বলটা ওর ব্যাটে লেগেছে। ও শুধু শুভমনের কাছে জানতে চেয়েছিল বলটি উইকেটে লাগত কি না। গিল ওকে রিভিউ নিতে বলেছিল। তবে ও হতাশ হয়ে হাঁটা দেয় কারণ ও দলের বাকিদের জন্য তিনটি রিভিউ রাখতে চেয়েছিল।’ 

আরও দেখুন