India vs Bangladesh Ravindra Jadeja eyeing 300th Test wicket in Chennai Test

চেন্নাই: প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং প্রতিরোধ ভেঙে শাকিব আল হাসানদের কোণঠাসা করে দিয়েছিলেন তিনিই। তাঁর বলে ক্রিজে সেট গিয়েও পরপর ফিরে যান লিটন দাস ও শাকিব। লিটন স্যুইপ শট খেলতে গিয়ে আউট হন। শাকিব ফেরেন রিভার্স স্যুইপ খেলতে গিয়ে। যে শটকে অনেকে আত্মঘাতী বলছেন।

বোলার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) অবশ্য চেন্নাই টেস্টে নিজের সামনে বড় একটা লক্ষ্য সাজিয়ে ফেলেছেন। প্রথম ইনিংসে ২টি উইকেট নিয়েছেন বল হাতে। তার আগে ব্য়াট হাতে আর অশ্বিনের সঙ্গে পার্টনারশিপে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সাত নম্বরে নেমে ৮৬ রান করে বাংলাদেশের (India vs Bangladesh) বোলিংকে পাল্টা কোণঠাসা করে দিয়েছিলেন।

জাডেজা অবশ্য বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বল হাতে ঘাতক হয়ে উঠতে চান। টেস্টে তাঁর ঝুলিতে এখন ২৯৬ উইকেট। আর চার উইকেট নিলেই ৩০০ টেস্ট উইকেট হয়ে যাবে স্যর জাডেজার। চেন্নাইয়েই সেই কীর্তি গড়ে ফেলতে চান জাড্ডু।

জাডেজা বলেছেন, ‘আজ আমি দ্রুত আউট হয়ে যাই। তবে এটা খেলার অঙ্গ। দ্বিতীয় ইনিংসে এবার বোর্ডে বড় রান তুলতে হবে। আমি নিজের বোলিং নিয়ে খুব খুশি। আজ যেভাবে সারাদিন বল করেছি। এই মাঠেই তিনশো টেস্ট উইকেট হয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে।’

আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা

ম্যাচের প্রথম দিন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে একটা সময় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে অশ্বিন ও জাডেজা সপ্তম উইকেটে ১৯৯ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 

আরও দেখুন