সন্দীপের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই, আদালতে আবেদন তদন্তকারীদের

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করল সিবিআই। শিয়ালদা আদালতে সিবিআই আবেদন পেশ করে জানিয়েছে, সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চায় তারা। এর আগে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চেয়ে আবেদন করেছিল সিবিআই, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা করানোর অনুমতি দেননি সঞ্জয় রায়।

আরও পড়ুন – কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ

পড়তে থাকুন – ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

 

আদালতে পেশ করা আবেদনে সিবিআই জানিয়েছে, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ষড়যন্ত্রে সন্দীপ ঘোষ যুক্ত থাকতে পারেন। এই আশঙ্কায় তাঁর পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল। পলিগ্রাফ পরীক্ষায় তদন্তকারীদের করা কয়েকটি প্রশ্নে সন্দীপ ঘোষ বিভ্রান্তিকর উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির সঠিক জবাব পাওয়া দরকার। সেজন্য সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই। তবে দেশে এত রাজ্য থাকতে গুজরাত কেন, সেই প্রশ্নের কোনও ব্যাখ্যা সিবিআই দিয়েছে বলে জানা যায়নি। কিন্তু সন্দীপ ঘোষ নারকো অ্যানালিসিস পরীক্ষার মুখোমুখি হতে রাজি হবেন কি না সেটা লাখ টাকার প্রশ্ন।

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের হত্যা ও ধর্ষণের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাথমিকভাবে সন্দীপবাবুর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। তবে খুনের ঘটনার চক্রান্তে তিনি যুক্ত থাকতে পারেন বলেও অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যে আরজি করে খুনের ঘটনা ও হাসপাতালে দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। এমনকী তিনি অস্বাভাবিক যৌন প্রবৃত্তির অধিকারী বলেও দাবি করেছেন কেউ কেউ। লাগাতার চাপের মুখে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যার ফলে আর ডাক্তার বলে নিজেকে দাবি করতে পারবেন না সন্দীপ ঘোষ।