ইতালির প্রধানমন্ত্রী ও আইএমএফের এমডির সঙ্গে ড. ইউনূসের বৈঠক

জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টায় অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটির মহাসচিব। জাতিসংঘ সদর দফতরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এ সংবর্ধনায় যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. ইউনূস। এটি হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনও সরকার প্রধানের প্রথম বৈঠক।

এ ছাড়া অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস।

এদিন অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন ক্লিনটনকে।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের ‘কনফারেন্স ডিপ্লোমেসি’

নিউ ইয়র্কে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য

নিউ ইয়র্কে ড. ইউনূস-জো বাইডেনের ‘বিরল’ বৈঠক আজ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন ডেপুটি সেক্রেটারির বৈঠক

বাইডেন-ইউনূস বৈঠক: আলোচনা হতে পারে সংস্কার ও ভারত নিয়ে

জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার