Pankaj Dutta: ‘যদি সোনাগাছিতে হত…’ বেফাঁস মন্তব্য প্রাক্তন IPS পঙ্কজ দত্তের, এবার হল মামলা

এবার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা হল বড়তলা থানায়। ভারতীয় ন্যায় সংহিতার 79/352 ধারায় ওই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছিলেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

তিনি বলেছিলেন, এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না। সেখানেই মনে রাখতে হবে। জঘন্য় নারকীয় পাশবিক ঘটনা…

এদিকে পঙ্কজ দত্তের এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছিল সোশ্য়াল মিডিয়ায়। একজন প্রাক্তন আইপিএস কীভাবে এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। 

সোশ্য়াল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে…এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? সোনাগাছিতে যাঁরা কর্মসূত্রে থাকেন তাঁরাও তো অধিকারের দাবিতে নানা সময় সরব হয়েছেন। এই কথা কি তাঁদের অসম্মানিত করে না? 

আসলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন। 

টিভির বিতর্কসভায় অত্যন্ত পরিচিত মুখ পঙ্কজ দত্ত। নানা সময়ে নানা প্রগতিশীল কথা বলতে শোনা যায় তাঁকে। এমনকী তিনি রাজ্য সরকারের বিরুদ্ধেও নানা সময় সরব হন। আর সেই পঙ্কজ দত্তের মুখে একথা শুনে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। 

পঙ্কজের বক্তব্যের আগেই বিরোধিতা করেছিল তৃণমূল। তৃণমূল নেতা তন্ময় ঘোষ পঙ্কজ দত্তের বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ দাগেন। প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেছিলেন, ‘ এই নীচের ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি কিন্তু অতি পরিচিত একজন মুখ, প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। তিনি মাঝে মধ্যেই বর্তমান রাজ্য সরকারের বিরোধিতা করে থাকেন বিভিন্ন চ্যানেলের ডিবেটে। সম্প্রতি বাম মনোভাবাপন্ন কিছু মানুষ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদী কনভেনশনের আয়োজন করেছিল। উদ্যোক্তারা তিলোত্তমার বিচার চেয়ে এটির আয়োজন করেন। সেখানেই পঙ্কজ দত্ত বলেন আরজি করের মতো একটা জায়গায় কীভাবে এমনটা ঘটতে পারে? যদি এটা সোনাগাছিতে হতো তাহলে না হয় এক রকম বুঝতাম।’