২৫ দিনের মেয়েকে কুয়োয় ফেলে দিলেন মা

বাবার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ২৫ দিনের মেয়েকে কুয়োয় ফেলে দিলেন মা। মঙ্গলবার এই ঘটনায় শিলিগুড়ির সুকান্তনগরে। দমকলকর্মীরা এসে কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করার আগেই মৃত্যু হয় তার। ঘটনায় কন্যাহন্তা মাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। কী কারণে তিনি এই কাজ করলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন – ‘‌পুজো কমিটিগুলিকে কম করে ১০ লক্ষ টাকা দিন’‌, অনুদান মামলায় রাজ্যকে বিচারপতি

পড়তে থাকুন – বোলপুরে ফিরলেন অনুব্রত, বললেন দিদির জন্য আমি আছি, বরাবর থাকব

 

শিশুকন্যার বাবা নয়ন চক্রবর্তী পেশায় গাড়িচালক। সোমবার সকালে ঘুমাচ্ছিলেন তিনি। পাশেই ছিল ২৫ দিনের শিশুকন্যা। ঘুম থেকে উঠে পাশে মেয়েকে দেখতে না পেয়ে স্ত্রীর কাছে যান তিনি। কিন্তু স্ত্রীও কন্যার সন্ধান জানাতে পারেননি। এর পর শুরু হয় খোঁজাখুঁজি। ওদিকে শিশুটির মাকে জেরা শুরু করেন প্রতিবেশীরা। জেরায় তিনি স্বীকার করে বাড়ির কুয়োয় মেয়েকে ফেলে দিয়েছেন তিনি।

সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। দমকর্মীরা পাম্প নিয়ে এসে কুয়োর জল ছেঁচে বার করেন। এর পর উদ্ধার হয় শিশুকন্যার নিথর দেহ। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাকে গ্রেফতার করে।

স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত বলেন, ‘একটি শিশুকে তার মা কুয়োয় ফেলে দিয়েছে শুনে এলাম। শিশুটির বাবা জানালেন, কয়েকদিন ধরেই স্ত্রী মেয়েকে কুয়োয় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তবে সত্যিই তিনি এই কাণ্ড ঘটিয়ে ফেলবেন এটা কেউ কল্পনা করতে পারেনি। উনি কেন এমন কাজ করলেন জানা নেই। পুলিশ তদন্ত করলে আসল ঘটনা সামনে আসবে বলে আশা করি।’

আরও পড়ুন – ‘বাঁধ কেটে গ্রামে জল ঢুকিয়েছে TMC, বাঁধ মেরামতির ৪০ কোটি হজম করেছে তারা ‘

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ‘২৫ ফুট জল ছেঁচে শিশুটিকে বার করতে হয়েছে। তবে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারিনি। তাই খারাপ লাগছে।’