Shakti Semiconductor Plant in Kolkata: ‘শক্তি’ সেমিকন্ডাক্টর প্ল্যান্টের পীঠস্থান কলকাতায়, আনুষ্ঠানিক সিলমোহর সরকারের

‘শক্তি’ সেমিকন্ডাক্টর প্ল্যান্টের পীঠস্থান হচ্ছে কলকাতা। আনুষ্ঠানিকভাবে তাতে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর মার্কিন সফরের শেষে ভারতের সরকারের তরফে জানানো হয়েছে, কলকাতায় যে সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সেটার নাম হচ্ছে ‘শক্তি’। কী কারণে সেই নাম রাখা হয়েছে, তা অবশ্য় জানানো হয়নি। তবে মোদী সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের নামে ‘শক্তি’ রাখা হয়েছে। আর সেই ধারা অব্যাহত থাকল কলকাতার স্বপ্নের সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্টের ক্ষেত্রেও। যাতে বিনিয়োগ করবে বিশ্বের প্রথমসারির সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ওই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হলে পশ্চিমবঙ্গের ছবিটাই পালটে যাবে। ইতিবাচক প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে।

(বিস্তারিত পরে আসছে)