Bengaluru Viral Video: বেঙ্গালুরুর আবাসনে ওনাম উপলক্ষে রঙিন ফুলের পুকালাম তৈরি করে বাচ্চারা, পা দিয়ে নষ্ট করলেন মহিলা!

নানা রঙের ফুল দিয়ে আঁকা, ফুলের আকৃতিবিশিষ্ট একটি অবয়ব। দেখতে অনেকটা আলপনা বা রঙ্গোলির মতো। একেই বলে পুকালাম। যা মূলত ওনাম উপলক্ষে তৈরি করা হয়।

তেমনই একটি সুন্দর পুকালাম ইচ্ছাকৃতভাবে নিজের পা দিয়ে ঘেঁটে নষ্ট করে দিলেন এক মহিলা! সোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ওই মহিলাকে ধিক্কার জানাচ্ছেন নেটিজেনরা।

সংশ্লিষ্ট পোস্টেই দাবি করা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি আবাসনে। যে মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম সিমি নায়ার। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কমন প্যাসেজে এভাবে পুকালাম তৈরি করায় ওই মহিলা অত্যন্ত বিরক্ত। এমনকী এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েন তিনি।

আশপাশের মানুষজন তাঁকে বোঝানোর চেষ্টা করলেও সিমি তাতে কান দেননি। উলটে, অত্যন্ত ন্যক্কারজনক একটি কাণ্ড করে বসেন। প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি করতে-করতেই তিনি পা দিয়ে ওই পুকালামটি নষ্ট করে দেন! জানা গিয়েছে, অতি যত্ন করে ওই আবাসনের বাচ্চারা সেটি তৈরি করেছিল।

এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটির সঙ্গে যে তথ্যাবলী দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘এই আচরণ চরম নির্লজ্জতার নিদর্শন ছিল! বেঙ্গালুরুর মনার্ক সেরেনিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা সিমি নায়ার ইচ্ছা করে বাচ্চাদের হাতে তৈরি এই পুকালাম নষ্ট করে দেন। যেটি ওনাম উপলক্ষে আবাসনের কমন এরিয়ায় তৈরি করা হয়েছিল।’

ওই পোস্টেই অভিযোগ করা হয়েছে, সিমির এই আচরণ যে শুধুমাত্র ঐতিহ্য এবং বাচ্চাদের হাতে তৈরি করা কাজকে অসম্মান করেছে, তাই নয়। একইসঙ্গে, ওনামের মতো একটি সামাজিক অনুষ্ঠানকে অসম্মান করে সামাজিকতারও অপমান করেছেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় ঐতিহ্যে পুকালাম একটি অনন্য অংশ। দেশের নানা প্রান্তে যেমন দিওয়ালির সময় নানা রঙের গুঁড়ো দিয়ে রঙ্গোলি আঁকা হয়, আমাদের বাংলায় যেমন যেকোনও শুভ অনুষ্ঠানে সাদা আলপনা দেওয়া হয়, তেমনই কেরালার মানুষ ওনাম উৎসবের সময় নানা রঙের ফুল দিয়ে মাটির উপর বা মেঝেয় এই পুকালাম তৈরি করেন।

উল্লেখ্য, ওনাম উৎসব চলে ১০ দিন ধরে। তথ্য বলছে, পুকালাম শব্দটি এসেছে দু’টি পৃথক শব্দ থেকে। এর মধ্যে প্রথম শব্দটি হল – ‘পুভ’, যার অর্থ – ফুল। এবং দ্বিতীয় শব্দটি হল – ‘কালাম’। যার অর্থ হল – মাটির উপরে আঁকা নানা রঙের স্কেচ।

বেঙ্গালুরুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন নেট নাগরিকরা। ওই ভিডিয়োয় তাঁদের কমেন্টেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

একজন যেমন লিখেছেন, ‘এই ধরনের আচরণ কিছুতেই বরদাস্ত করা যায় না। ওনাম একটি উৎসব।… যে কেউ চাইলে ওটার পাশ দিয়েই যাতায়াত করতে পারতেন। কিন্তু, এই মহিলা উন্মাদের মতো আচরণ করেছেন।’

আরও একজনের মন্তব্য, ‘এই মহিলা কি ভেবে দেখেছেন, তিনি যেভাবে অন্যের খুশি ধ্বংস করলেন, তাতে ওঁরও ক্ষতি হবে? এটা কিছুতেই বরদাস্ত করা যেতে পারে না। ওঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’