Mohana Singh: তেজসের প্রথম মহিলা ফাইটার পাইলট মোহনা সিং! জানুন তাঁর পরিচয়

যুদ্ধ বিমান উড়িয়েছেন আগেই, এবার ওড়ালেন তেজস। সম্প্রতি, যোধপুরে ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নেন মোহনা। সশস্ত্র বাহিনীর তিন ভাইস চিফের সঙ্গে উড়িয়েছেন ফ্লাইট। ফ্লাইটে ভারতীয় সেনা ও নৌবাহিনীর ভাইস চিফদের গাইডও করেছেন এদিন। এইভাবেই ভারতের প্রথম মহিলা তেজস ফাইটার পাইলট হলেন মোহনা সিং।

গর্বিত ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনার অন্যতম অংশ হয়ে উঠেছেন এই স্কোয়াড্রন লিডার। জানা গিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে গুজরাটের নালিয়া বিমান ঘাঁটিতে, এলসিএ স্কোয়াড্রনে যোগ দিয়েছেন মোহনা সিং। ভারতীয় বিমান বাহিনীর এলিট ১৮ ‘ফ্লাইং বুলেটস’ স্কোয়াড্রন, যেটি ভারতের নিজস্ব এলসিএ তেজস ফাইটার জেট পরিচালনা করে, সেই দলেরই প্রথম মহিলা পাইলট হয়ে ইতিহাস সৃষ্টি করলেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং।

২০১৬ সাল পর্যন্ত মহিলাদের ফাইটার জেট ওড়ানোর অনুমতি দেয়নি সরকার। ১৯৯১ সাল থেকে ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার এবং পরিবহন বিমান চালাচ্ছেন মহিলারা। কিন্তু দেশ এখন এগিয়েছে। চিন্তাভাবনা পাল্টাচ্ছে। তারই প্রমাণ মিলেছিল ২০১৬ সালে। সে বছর ইতিহাস তৈরি করেন মোহনা। ভাবনা কান্থ এবং অবনী চতুর্বেদীর সঙ্গে, ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছিলেন তিনি। এবার নিজের সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করলেন মোহনা।

আরও পড়ুন: (Yogi-Modi Deepfake Video: ভোজপুরী গানে যোগী-মোদীর নাচের আপত্তিকর ভিডিয়ো ঘিরে FIR, উত্তর প্রদেশ পুলিশ নামল অ্যাকশনে)

কে এই মোহনা সিং

মোহনা রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা। তাঁর দাদা এভিয়েশন রিসার্চ সেন্টারে একজন ফ্লাইট গানার ছিলেন। বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার। মোহনা সিংয়ের দাদু ল্যান্স নায়েক লাদুরাম ১৯৪৮ সালের ১১ ফেব্রুয়ারির যুদ্ধে শহীদ হন। সেনাবাহিনীও তাঁকে সম্মান জানায়। মোহনা সিং, ২০২১ সালের ১৪ নভেম্বর দিল্লির ব্যবসায়ী মোহিত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

বাবা বিমান বাহিনী থেকে অবসর নিয়েছেন

মোহনা সিংয়ের বাবা প্রতাপ সিং বিমান বাহিনীতে চাকরি করতেন। ২০২১ সালে দিল্লিতে ওয়ারেন্ট অফিসারের পদ থেকে অবসর নেন তিনি। মা মঞ্জু দেবীও তখন শিক্ষক পদ থেকে অবসর নেন। দুজনেই এখন কৃষি কাজে মন দিয়েছেন।

আরও পড়ুন: (Canada News: আস্থা ভোটে জয়, কানাডায় সরকার টিকিয়ে রাখলেন জাস্টিন ট্রুডো)

দাদুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন

মায়ের বাড়িতেই বড় হয়েছেন মোহনা সিং। প্রাথমিক শিক্ষাও সেখানেই। দাদু শ্রীকিষাণ ছিলেন কমার্শিয়াল বিমানের একজন পাইলট। ছোটবেলায়, মোহনা সিং তাঁর দাদুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।

প্রসঙ্গত, পড়াশোনা শেষ করার পরে, তিনি ২০১৬ সালের ১৮ জুন ভাবনা কান্ত এবং অবনী চতুর্বেদীর সঙ্গে প্রথম ফাইটার প্লেনের পাইলট হন। মিগ-২১ উড়িয়েছেন তিনি। রাজস্থানের প্রথম ফাইটার প্লেনের পাইলটও মোহনা সিংই। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত এবং স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী এখন পশ্চিমের মরুভূমিতে সু-৩০ এমকেআই যুদ্ধবিমান ওড়াচ্ছেন।