Suvendu Adhikary: হঠাৎ নিজাম প্যালেসে হাজির হলেন শুভেন্দু অধিকারী, তাহলে কি ছক্কা–পাঞ্জা শুরু?

আজ, সোমবার হাজরায় সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক তার আগে হঠাৎ সূচির বাইরে গিয়ে নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা আগে থেকে পরিকল্পনা ছিল না। কিন্তু এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে ঢুকে পড়লেন নন্দীগ্রামের বিধায়ক। তবে কেন তিনি হঠাৎ নিজাম প্যালেসে গেলেন?‌ তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে।

সম্প্রতি শুভেন্দু অধিকারী ‘ডিসেম্বর ডেডলাইন’–এর কখা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘‌বড় ডাকাত ধরা পড়বে। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ন। ওয়েট অ্যান্ড ওয়াচ।’‌ সেখানে আজ ১২ ডিসেম্বর। তবে এটা প্রথম তারিখ। আর আজ শুভেন্দু অধিকারীর হঠাৎ নিজাম প্যালেস পৌঁছে যাওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দু সিবিআইকে দিয়ে ‘‌ছক্কা–পাঞ্জা’‌ করতে গিয়েছেন?‌

এদিকে ঘটনাপ্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে বিজেপির ডিসেম্বর রহস্যে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। কারণ শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, ডিসেম্বর মাসে বড়সড় কিছু ঘটতে চলেছে। যার ধাক্কায় সরকার টলমল করবে। শুভেন্দু অধিকারীর সুরেই সুকান্ত মজুমদারও হুঁশিয়ারী দেন, ডিসেম্বরের ঠান্ডায় এই সরকার ঠকঠক করে কাঁপবে। এবার সেই সময় কি আসতে চলেছে?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে শুভেন্দু বলেছিলেন, ‘‌ডিসেম্বরে বড় ডাকাত ধরা পড়বে’‌। এদিন সেটার প্রস্তুতি করতেই নিজাম প্যালেসে গিয়েছেন বলে অনেকে মনে করছেন। এদিন সোজা তিনি ঢুকে যান সিবিআইয়ের দফতরে। সেখানে কি হচ্ছে তা এখনও কেউ বুঝতে পারছেন না। একটা কিছু ঘটাতেই তিনি গিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার পর বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‌ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ১২ ডিসেম্বর তো পার হয়ে গেল। শুধু হাওয়ায় ভাসালে চলবে? ব্যাখ্যা দিন।’‌