PM Awas Yojna Clash: আবাস যোজনার তালিকা নিয়ে সংঘর্ষ, জখম BJP-র পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে সংঘর্ষ তৃণমূল এবং বিজেপির। আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। একাধিক জায়গায় দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ উঠেছে। আইসিডিএস কর্মীরা সমীক্ষা করতে গেলে হুমকির মুখে পড়ছেন তৃণমূল কর্মীদের। এরই মাঝে এবার আবাস যোজনার তালিকা নিয়ে উত্তাল হল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা। জানা গিয়েছে, পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের নাম বাদ যাচ্ছে, কারা পাচ্ছেন তার তালিকা চাইতে গিয়েছিল বিজেপি। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। সংঘর্ষে মোট তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আহতদের মধ্যে ১ জন তৃণমূল কংগ্রেস কর্মী ও ২ জন বিজেপি কর্মী রয়েছে। বর্তমানে তাঁরা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানান, অঞ্চল অফিসে সমীক্ষার পরে তৈরি হওয়া তালিকা চাইতে গেলেও তা দেওয়া হয়নি। তালিকা না পেয়ে প্রতিবাদ করেন তাঁরা। পরে অঞ্চল অফিস থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল। তৃণমূলের দাবি, বিডিও-র নির্দেশে তালিকার একটি লিঙ্ক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিজেপির দিকে আঙুল তুলে ঘাসফুল শিবিরের অভিযোগ, ঝামেলা করতেই অঞ্চল অফিসে এসেছিলেন বিজেপি কর্মীরা।

যদিও বিজেপি নেতার দাবি, পঞ্চায়েত প্রধানের কাছে ৭-৮ জন বিজেপি কর্মী গিয়েছিলেন। প্রধান নতি দেননি তাঁদের। এদিকে অঞ্চল অফিস থেকে বেরোতেই তৃণমূলের কিছু লোক বিজেপির পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে। ঘটনা প্রসঙ্গে অঞ্চল প্রধান পিয়ালী পাত্র সিংহ অবশ্য বলেন, ‘আমি অফিসে ছিলাম। কোনও মারধর হয়নি। আমাদের কাছে তো লিস্ট নেই। যা হচ্ছে আধিকারিকদের নির্দেশে হচ্ছে। বিজেপি কর্মীরাই ভাঙচুর করেছেন অফিসে। আমরা পুলিশে অভিযোগ জানাব।’