Malay Ghatak: ‘চা শ্রমিক থেকে মালিক হয়েছেন’, দুর্নীতির অভিযোগ তুলে জন বার্লাকে কটাক্ষ মলয়ের

চা শ্রমিকদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ জন বার্লাকে তোপ দাগলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তাঁর কটাক্ষ, চা শ্রমিকদের স্বার্থে কাজ না করে চা মালিকদের স্বার্থে কাজ করছেন জন বার্লা। একই সঙ্গে বিজেপি সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন মলয় ঘটক। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও কর্মসূচি ছিল তৃণমূলের। অফিসের সামনে মঞ্চ থেকে বক্তব্য রাখেন মলয় ঘটক। সেই কর্মসূচিতে যোগ দিয়ে জন বার্লাকে তিনি আক্রমণ করেন।

মলয় ঘটক বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা চা শ্রমিক থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর তাঁর উচিত ছিল শ্রমিকদের স্বার্থে কাজ করা। কিন্তু তিনি তা না করে সরকারি জমি দখল করে মার্কেটিং কমপ্লেক্স তৈরি করেছেন। তিনতলা বাড়ি করেছেন। এমনকি একটি চা বাগানের মালিক হয়েছেন।’ মলয় ঘটক ছাড়াও এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি চা শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য বিজেপি সাংসদ এবং বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।

এবিষয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন জন বার্লা। তিনি বলেন, ‘আমি মাইনে পায়। আমি কি নিজের টাকা দিয়ে ঘরবাড়ি করতে পারবো না! মলয় ঘটক কে যে ওনার কথার উত্তর দিতে হবে। আমি আমি জনগণের জন্য কথা বলি। আমি কোনও দুর্নীতি করিনি। তৃণমূলের মতো ভোট লুঠ করে জিতিনি। আমি মানুষের কাছে উত্তর দেব।’ অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে শ্রমিকদের স্বার্থে কাজে না করার অভিযোগ তুলেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, ‘তৃণমূল চা শ্রমিকদের স্বার্থে কোনও কাজ করেনি। যা কিছু করেছেন নরেন্দ্র মোদী করেছেন।’ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপির উপরেই ভরসা রাখবে বলে তিনি দাবি করেছেন।