Silpa Sathi: নতুন বছরে নবকলেবরে আসছে শিল্পসাথী পোর্টাল

নতুন বছরে নতুন রূপে আসছে শিল্প সংক্রান্ত সরকারি পোর্টাল শিল্পসাথী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে পোর্টালটি নতুন করে সাজানো হবে। সেই পোর্টালটির নব কলেবর নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা হয়েছে। তার পর নির্দিষ্ট ডিজাইন চূড়ান্ত করেছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, সম্প্রতি শিল্পসাথী পোর্টালটি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পোর্টালটির নবকলেবরে ১১টি দফতরের ৬১টি অনলাইন পরিষেবাকে এক ছাতার তলায় আনা হচ্ছে। যেখান থেকে বিনিয়োগকারীরা সব তথ্য পেতে পারেন, পাশাপাশি প্রয়োজনীয় নথির জন্য আবেদন করতে পারেন। পোর্টালে এই এক জানলা ব্যবস্থা চালু করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে শিল্পস্থাপণের জন্য দফতরে দফতরে ঘোরার দিনও শেষ হবে।

আরও পড়ুন: রেফার রুখতে জেলা হাসপাতালগুলিকে কড়া নির্দেশিকা, পালটা প্রশ্ন চিকিৎসকমহলের

আগামী বছর বিশ্ববাণিজ্য সম্মেলনের আগে নতুন ভাবে সজ্জিত পোর্টালটিকে চালু করতে চাইছে রাজ্য সরকার। যাতে সম্মেলনে পোর্টালটিকে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা যায়।