LIVE News: ‘ভারত জোড়ো’ যাত্রায় হাঁটতে হাঁটতে প্রয়াত কংগ্রেস সাংসদ

সন্তোক সিং চৌধুরী (ANI)

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

আজ সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রবিবার সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি। এদিকে জোশীমঠের পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। সারা দিনের যাবতীয় খবরের ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখানো আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা হাই কোর্টে। এদিকে বাংলার স্কুলে স্কুলে মিড–ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অপরদিকে আজ সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রবিবার সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি। জোশীমঠের পরিস্থিতির ওপরও থাকবে নজর। সারা দিনের যাবতীয় খবরের ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

14 Jan 2023, 10:56:05 AM IST

আটকে গঙ্গাসাগরের পুণ্যার্থীরা

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন-৮ নম্বর লটে।

14 Jan 2023, 09:33:54 AM IST

‘ভারত জোড়ো’ যাত্রায় প্রয়াত কংগ্রেস সাংসদ

ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে প্রাণ হারালেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোক সিং চৌধুরী। 

14 Jan 2023, 09:13:10 AM IST

জেলে থাকা সাংসদের সদস্যপদ খারিজ

লাক্ষাদ্বীপের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সাংসদ মহম্মদ ফয়জলের লোকসভা সদস্য পদ খারিজ করা হল। ২০০৯ সালের একটি খুনের চেষ্টার মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। 

14 Jan 2023, 09:10:59 AM IST

‘কোয়াড যেন শুভ শক্তি হিসেবে কাজ বজায় রাখে’

মার্কিন-জাপান যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে একসাথে মিলে আমরা নিশ্চিত করব যে কোয়াড একটি শুভ শক্তি হিসেবে কজ করতে থাকে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা, জলবায়ু, উদীয়মান প্রযুক্তি এবং জলপরিবহণ নিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

14 Jan 2023, 09:06:55 AM IST

‘জোশীমঠের অবনমনের কারণ এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্প নয়’

১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠের মাটি। এদিকে এরই মাঝে পরিবেশবিদদের অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রের তরফে দাবি করা হল, এই ভূমি অবনমনের কারণ এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্প নয়। 

14 Jan 2023, 09:02:12 AM IST

গঙ্গাসাগর মেলায় গ্রেফতার ২৯

পুলিশ সূত্রে খবর, গঙ্গাসাগর মেলা চলাকালীন ১২টি পকেটমারির ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে। চুরি যাওয়া ৩০ হাজার ৭৫০ টাকা উদ্ধার হয়েছে।

14 Jan 2023, 09:01:02 AM IST

গঙ্গাসাগরে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে

গঙ্গাসাগর পুণ্যস্নান নিয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‌ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগামী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন। রবিবার সারাদিন স্নানের সময় পাবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।’‌

14 Jan 2023, 08:34:34 AM IST

কুন্তলের বিরুদ্ধে ফের বিস্ফোরক তাপস

ফের বিস্ফোরক তাপস মণ্ডল। এবার তিনি অভিযোগ করলেন, আশ্বাস দিয়েও চাকরি না দিয়ে ২৬০০ চাকরিপ্রার্থী থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।

14 Jan 2023, 08:34:34 AM IST

বিমান বসু, মহম্মদ সেলিমকে চিঠি অধীরের

‘পাহাড় থেকে সাগর’ কর্মসূচীতে যোগ দিতে সিপিএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশাপাশি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও পিডিএসকে নেতৃত্বকে চিঠি দিলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। 

14 Jan 2023, 08:34:34 AM IST

তিন বিচারপতির বিশেষ বেঞ্চে আদালত অবমাননার শুনানি

বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখানো আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার বিচার হবে। 

14 Jan 2023, 08:34:35 AM IST

সরকারি আইনজীবী প্যানেল থেকে দু’জনের নাম বাদ

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যাওয়ার জন্য সরকারি আইনজীবী প্যানেল থেকে দু’জনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল। ‘অফিস অব লিগাল রিমেমব্রান্সার’-এর তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। তালিকা থেকে বাদ পড়া দুই আইনজীবীই দাবি করেছেন বিচারপতি মান্থার এজলাসে যাওয়ার জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল।

14 Jan 2023, 08:34:35 AM IST

হাই কোর্ট চত্বরে এবার কালা দিবস পালন

বিচারপতি মান্থার রুল জারি করার বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট চত্বরে এবার কালা দিবস পালনের ডাক দিলেন রাজ্য বার কাউন্সিলের আইনজীবীরা। সোমবার ১৬ জানুয়ারি রাজ্য বার কাউন্সিলের সদস্যরা হাই কোর্ট চত্বরে কালা দিবস পালন করবেন।

14 Jan 2023, 08:34:35 AM IST

মিড–ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বাংলার স্কুলে স্কুলে মিড–ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পোষণ (‌মিড মিলের নতুন নাম) প্রকল্প পশ্চিমবঙ্গে কেমন চলছে?‌ সেটা দেখতে একটি যৌথ টিম পাঠানো হচ্ছে। এই টিমে থাকবেন পুষ্টি বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় সরকারের অফিসাররা। রাজ্য সরকারের অফিসারদেরও এই টিমে সামিল হতে বলা হয়েছে।

14 Jan 2023, 08:34:35 AM IST

আজ মকর সংক্রান্তি

আজ সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রবিবার সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি। এই আবহে আজ থেকেই সাগরে স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে।

14 Jan 2023, 08:34:35 AM IST

আজ বাতিল ৩১৪টি ট্রেন

আজ, ১৪ জানুয়ারি, শনিবার দেশ জুড়ে ৩১৪টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। রেলের ওয়েবসাইট অনুযায়ী, আজ ১২৩৬৯ হাওড়া-দেরাদূন কুম্ভ এক্সপ্রেস চলবে না। এদিকে কলকাতা স্টেশন থেকে অমৃতসরের উদ্দেশে ছেড়ে যাবে না দুর্গ্যানা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে দিল্লিগামী ১২৫২৩ নং এক্সপ্রেস ট্রেনটিও আজ চলবে না। তাছাড়া হাওড়া ও শিয়ালদা শাখার বহু লোকাল ট্রেনও বাতিল। 

14 Jan 2023, 08:34:37 AM IST

হিমাচলে ভূমিকম্প

শনির সকালে আচমকাই ভূমিকম্প অনুভূত হয় হিমাচলপ্রদেশে। জানা গিয়েছে, কম্পনের মাত্রা তীব্র ছিল না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মাত্র ৩.২ ছিল। মূলত হিমাচলপ্রদেশের চাম্বা জেলাতেই এই কম্পন অনুভূত হয়েছে।

বন্ধ করুন