মাদ্রাসা নির্বাচনকে ঘিরে রতুয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ময়দানে নামতে হল পুলিশকে

হেলিকপ্টারে এসে দলীয় কর্মীদের ঐক্যের বার্তা দিয়ে গিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর হপ্তাখানেক কাটতে না কাটতে মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। তৃণমূলি বিধায়ক ও দলের জেলা সাধারণ সম্পাদকের গোষ্ঠীর বিবাদে দিনভর উত্তপ্ত রইল এলাকা। ছাপ্পার অভিযোগ উঠল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধে।

রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি গ্রাম পঞ্চায়েতের বাটনা হাই মাদ্রাসায় রবিবার পরিচালন সমিতির নির্বাচন ছিল। তৃণমূলেরই ২ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। ভোটগ্রহণ শুরু হতেই বিধায়ক সমর মুখোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধে ছাপ্পার অভিযোগে সরব হন বিরোধী গোষ্ঠীর লোকেরা। এক ভোটার বেরিয়ে এসে জানান, তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙচুর হয় একাধিক মোটরসাইকেল।

পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় পুলিশ এলাকায় জমায়েত সরাতে মৃদু লাঠি চালায় তারা।

রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় কুমার সিনহা বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পালটা দাবি, এসামউদ্দিন এখন দলের কোনও পদে নেই। ওদিকে এসামউদ্দিন বলেন, দলের বড় নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ধমকাচ্ছেন।