Debt death: লকডাইনে ব্যবসায় ব্যাপক ক্ষতি, দেনার দায়ে মেয়েকে রেখে ‘আত্মঘাতী’ বোলপুরে দম্পতি

লকডাউনের সময় ব্যবসার ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতি সামলাতে গিয়ে ধারদেনাও করেছিলেন বিস্তর। কিন্তু শেষ পর্যন্ত ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন বোলপুরের এক দম্পতি। মঙ্গলবার বোলপুরের সুরুলের ভট্টাচার্য পাড়ার একটি বাডি় থেকে জোড়া দেহ উদ্ধার হয়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তাঁদের নাম পুলক বন্দ্যোপাধ্যায় (৫৮) ও মুক্তামালা বন্দ্যোপাধ্যায় (৫২) । তাঁরা কাঁথা স্টিচের ব্যবসা করতেন। লকডাউনের সময় তাঁদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছিল। ফের ব্যবসা শুরু করা জন্য তাঁরা প্রচুর টাকা ধার দেনা করেছিলেন। সম্প্রতি কালীসায়র একালায় নিজস্ব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে এসে থাকছিলেন। ঘটনার সময় তাঁদের একমাত্র মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী ইন্দ্রাণী আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে আত্মহত্যার পথ বেছে নেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে দীর্ঘ ক্ষণ দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা দরজা ভেঙে দেখেন দু’জনের দেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেনার দায়ে আত্মহত্যা না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।