Mamata Banerjee: ছয় বছর আগের কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কী ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের বেলদায়?

একুশের নির্বাচনের আগে কথা দিয়েছিলেন স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। ক্ষমতায় ফিরেই কথা রেখেছেন তিনি। কিন্তু তারও আগে যেসব কথা দিয়েছিলেন সেসব কি ভুলে গিয়েছেন?‌ নিজের কাজ দিয়েই তিনি বুঝিয়ে দিলেন তিনি কোনও কথাই ভোলেননি। তিনি যে কথা দিলে কথা রাখেন সেটা তামাম বাংলার মানুষ খুব ভাল করে জানেন। ছয় বছর আগে তিনি ঘোষণা করেছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার নারায়ণগড় ব্লকের বেলদাতে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে দেবেন। সেটাও এখন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিলেন বেলদাবাসী–সহ আশেপাশে প্রায় ৬টি ব্লকের ১০ লক্ষ মানুষ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। মাথা তুলে সেই আধুনিক হাসপাতাল দাঁড়িয়ে আছে বেলদার বুকে। শুধু গুণছে উদ্বোধনের প্রহর। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ ফেব্রুয়ারি সেই হাসপাতালের উদ্বোধন করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ছয় বছর আগের কথাও তিনি রাখলেন বলে মনে করছেন বেলদাবাসী।

এদিকে ২০১৬ সালের ১৩ জুন মকরামপুরে জনসভা করতে এসে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন নারায়ণগড় ব্লকে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবেন। এই হাসপাতালের জেরে উপকৃত হবে নারায়ণগড় ব্লকের মানুষজন ছাড়াও দাঁতন–১, দাঁতন–২, মোহনপুর, সবং, কেশিয়াড়ি, নয়াগ্রাম এবং সাঁকরাইল ব্লকের ১০ লক্ষাধিক মানুষ। এবার ৬০ কোটি টাকা ব্যয়ে বেলদার বুকে রাজ্য সরকার গড়ে তুলেছে ২০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল। দু’‌দিন পর ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজ মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই তিনি ভার্চুয়াল উদ্বোধন করবেন এই হাসপাতালের।

আর কী জানা যাচ্ছে?‌ পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। একটি আছে ঘাটালে, একটি আছে শালবনীতে, অপরটি রয়েছে ডেবরায়। বেলদার সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেলে জেলায় এই নিয়ে ৪টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুধু এই হাসপাতালেরই উদ্বোধন করবেন তা নয়, তিনি জেলার বুকে নির্মিত আরও তিনটি স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন করবেন। এই তিনটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে দাঁতন–২ ব্লকের খান্দুরিতে, গড়বেতা–২ ব্লকের আগরবাঁধে এবং চন্দ্রকোনা–১ ব্লকের ক্ষীরপাইয়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup