মেয়ের বিয়ের প্রস্তাব না মানায় বাবাকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার

মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অনিক শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান র‌্যাব-১৩ দিনাজপুর (সিপিসি)-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মোড়ে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিক শেখ (২৪) পাবনা সদর উপজেলার মধ্য জামুয়া শেখপাড়া গ্রামের ইয়াজুদ্দিন শেখের ছেলে।

র‌্যাব জানায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়ের বাবাকে হত্যা করে পালিয়ে যায় অনিক শেখ। সেতাবগঞ্জ থেকে বাসে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এম আব্দুর মেডিক্যাল কলেজ মোড়ে বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিক শেখ বেশ কিছুদিন ধরে পাবনা সদর উপজেলার মধ্য জামুয়া ভদ্রপাড়া এলাকার ফরিদ মোল্লার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এরই মধ্যে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেয় পরিবার। ক্ষুব্ধ হয়ে গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফরিদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে অনিক ও তার সহযোগীরা। পরে তারা পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে অনিক। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। হত্যাকাণ্ডের পর সে সেতাবগঞ্জে পালিয়ে আসে। গ্রেফতার এড়াতে সেখান থেকে ঢাকায় যাচ্ছিল। তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।