স্বামীর সম্পত্তি পেতে আইনি লড়াই, জিতলেন শিখ মহিলা, রায় লন্ডন কোর্টের

আমেরিকার আদালতে চলছিল সম্পত্তি অধিকার পেতে আইনি লড়াই। প্রয়াত স্বামীর সম্পত্তির অধিকার পেতে লড়াই। আর সেই লড়াইতে জিতলেন ৮৩ বছর বয়সী ব্রিটিশ শিখ বিধবা মহিলা।লন্ডন হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্বামীর সম্পত্তির ৫০ শতাংশ পাবেন ওই স্বামীহারা বৃদ্ধা। সব মিলিয়ে সেই সম্পত্তির পরিমাণ ১.২ মিলিয়ন পাউন্ড। একবছর আগে মারা গিয়েছিলেন তিনি। দুই ছেলেকে তিনি সম্পত্তি উইল করে দিয়ে যান। এবার সম্পত্তি পেলেন স্ত্রী।

বিচারপতি রবার্ট পিল জানিয়েছেন,  কর্নাইল সিং তার স্ত্রীর জন্য সম্পত্তির কথা কিছু বলে যাননি। তবে বিবাহ ও পরিবারের আগে কাপড়ের ব্যবসাতে তাঁরও অবদান ছিল।

তবে আদালতের তথ্য অনুসারে একজন পুত্র মায়ের দাবিকে অস্বীকার করেননি। তবে দ্বিতীয় পুত্র শুনানিতে অংশ নেননি।

বিচারপতি জানিয়েছেন, ওই মহিলাকে সম্পদের মোট মূল্য়ের ৫০ শতাংশ দিতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন, সব মিলিয়ে ২০,০০০ পাউন্ড এস্টেট থেকে মহিলাকে দিতে হবে। প্রাথমিকভাবে কোর্টের খরচ তাকে দিয়ে দিতে হবে। তবে পরে ভাগাভাগির পরে সেই খরচটা বাদ দিয়ে দিতে হবে। 

আদালত জানিয়েছে, ৬৬ বছরের বিবাহিত জীবন। তিনি পুরোপুরি ভূমিকা নিয়েছিলেন সংসারে। আর সব শেষে তাঁর ভাগে আর কিছু নেই। 

বিচারপতি জানিয়েছেন, তাঁর প্রয়োজনের ভিত্তিতে তাঁর ৫০ শতাংশে বেশি ভাগ পাওয়া দরকার। কারণ তিনি মেয়ের বাড়ির কাছে সম্পত্তি কিনতে চাইছেন।

কর্নাইল সিং ২০২১ সালের অগস্ট মাসে মারা গিয়েছিলেন। এদিকে যে উইলটি করা হয়েছিল সেটা ২০০৫ সালে তৈরি করা হয়েছিল। সেখানে দুই ছেলেকে তিনি সমানভাগে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। কিন্তু তার স্ত্রীর নামে কিছুই ছিল না। 

এমনকী তার মেয়েদের নামেও কিছু দেননি তিনি। এরপরই তার মৃত্যুর পরে বলা হয়েছিল পুরোপুরি পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে এসব করা হয়েছে। এটা মানা যায় না। 

এদিকে ওই বৃদ্ধা আদালতে জানান তাঁর চিকিৎসার খরচ প্রচুর। তিনি শারীরিকভাবেও অসুস্থ। এদিকে স্বামীর মৃত্যুর পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এরপরই তিনি সম্পত্তির দাবি করে আদালতে যান। তিনি বর্তমানে মেয়ের কাছে থাকেন। তিনি সেখানেই সম্পত্তি কিনতে চান। 

এদিকে আদালতে দেখেছে মামলাটিকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়াটা ঠিক নয়। কারণ ওই বৃদ্ধার বয়স হয়েছে।