Pablo Neruda unnatural death: কীভাবে বিষপ্রয়োগ করা হয়েছিল নোবেলজয়ী নেরুদার শরীরে? প্রকাশ্যে ফরেন্সিক তথ্য

১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর, বিশ্বের সাহিত্য জগত হারাল এক অমূল্য রতনকে। নোবেলজয়ী কবি পাবলো নেরুদা প্রয়াত হন ওই দিন। মৃত্যুর আগে দীর্ঘদিন প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন নেরুদা। তবে তাঁর প্রয়াণ স্বাভাবিক কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ পরিবারের সদস্যরাই দাবি করেন, নেরুদার মৃত্যু প্রস্টেট ক্যানসার থেকে হয়নি। বরং তাঁদের অভিযোগ ছিল, বিষ দিয়ে খুন করা হয়েছে নেরুদাকে। সেই অভিযোগেই ৫০ বছর পর সিলমোহর দিল চারটি দেশের আলাদা আলাদা ফরেনসিক রিপোর্ট। দীর্ঘ তদন্তের পর ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষ প্রয়োগেই মৃত্যু হয়েছে নেরুদার। এই সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করতে চলেছেন তাঁরা।‌ খুব শিগগিরিই তা জনসমক্ষে আসবে।

কেন খুন হয়েছিলেন চিলির নোবেলজয়ী পাবলো নেরুদা? এর উত্তর জানতে হলে ফিরে তাকাতে হবে তখনকার চিলির দিকে। সেই সময় চিলির রাজনৈতিক পরিস্থিতি বেশ ডামাডোলের মধ্যে ছিল। প্রেসিডেন্ট ছিলেন কমিউনিস্ট সালভাদোর আলেন্দে। তাকে মসনদ থেকে সরানোর চেষ্টা করছেন জেনারেল অগাস্তো পিনাশে। পিছনে মদত দিচ্ছিল আমেরিকাও। কিন্তু সালভাদোর তাঁর শেষ বক্তৃতায় বলেন, কোনওভাবেই পদত্যাগের পরিকল্পনা নেই তাঁর। এর পরের দিন নিজের অফিসেই আত্মঘাতী হন সালভাদোর। নেরুদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই কমিউনিস্ট প্রেসিডেন্ট।

সালভাদোরের মৃত্যুর পরেই মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত হয়ে পড়েন‌‌ নেরুদা। সে সময় দেশ ছেড়ে মেক্সিকো চলে যাওয়ার সিদ্ধান্তও নেন। কিন্তু চিলি ছাড়ার আগের দিনই শারীরিক অবনতি হয়। এর জেরে হাসপাতালে ভর্তি হতে হয়‌ তাঁকে। একধারে প্রস্টেট ক্যানসার, অন্যদিকে মারাত্মক অপুষ্টিতে ভুগছিলেন কবি। হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় সন্দেহজনক মৃত্যু হয় তাঁর।‌

এই নিয়ে মামলা হলে ২০১৩ সালে নেরুদার গাড়িচালক কোর্টকে জানিয়েছিলেন ২৩ সেপ্টেম্বরের কথা। ওই দিন নেরুদা বেলার দিকে তাঁকে ফোন করেছিলেন। ফোনে জানান, ঘুমন্ত অবস্থায় অজান্তেই তাঁর পেটের কাছে ইনজেকশন দেওয়া হয়েছে। বাড়ির সকলকে নিয়ে হাসপাতাল আসার নির্দেশ দেন নেরুদা। সেইমতো হাসপাতাল পৌঁছালে সে দিন সন্ধ্যে নাগাদ মৃত্যু হয় কবির। চালকের এই বয়ান শুনে বিচারপতি নেরুদার অবশিষ্ট দেহাবশেষ ফরেন্সিকে পাঠান। তারই রিপোর্ট প্রকাশিত হল ১০ বছর পর। রিপোর্টে জানা গিয়েছে, নেরুদার অস্থিতে বিষাক্ত পদার্থ ক্লসট্রিডিয়াম বোটুলিনাম পাওয়া গিয়েছে। এর থেকেই নেরুদার বিষক্রিয়ায় মৃত্যু, এমন সিদ্ধান্তে পৌঁছেছে ফরেন্সিক দল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup