হিলি সীমান্তে BSF-এর গুলিতে খেল খতম বাংলাদেশি পাচারকারীর – Hilli, India

BSF-এর পালটা হামলার মুখে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে মৃত্যু হল এক পাচারকারীর। মৃতের নাম সাহাবুল হোসেন বাবু (২৪)। বাংলাদেশের হাকিমপুর ফকিরপাড়ার ধরন্দা এলাকার বাসিন্দা সে। ধৃতের কাছ থেকে ৮০ বোতল কাশির ওষুধ উদ্ধার হয়েছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে হিলির কুণ্ডুপাড়া সীমান্ত দিয়ে কাশির ওষুধ পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। বাধা দেয় বিএসএফ। তখন বাঁশ – লাঠি নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষায় ৪ রাউন্ড গুলি চালায় বিএসএফ। একটি গুলি লাগে সাহাবুলের দেহে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। দুপুরে দেহটি হিলি থানাকে হস্তান্তরিত করা হয়।

পাচারকারীরা যে ভারতীয় ভূখণ্ডে অনুুপ্রবেশ করেছিল তা স্বীকার করে নিয়েছে বিজিবি। যেখানে সাহাবুলের দেহ উদ্ধার হয়েছে সেটিও ভারতীয় ভূখণ্ডের অংশ বলে মেনে নিয়েছে তারা।

দেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে এখনো BSF ও BGB-র কোনও আলোচনা হয়নি। ময়নাতদন্তের পর দ্রুত দেহ বাংলাদেশি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে BSF-এর তরফে জানানো হয়েছে। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে সাহাবুলের পরিবার।