হাউজিং সোসাইটির নোটিসে জাতিবিদ্বেষের অভিযোগ! গুজরাটের ঘটনায় তোলপাড় নেটপাড়া

গুজরাটের এক হাউসিং সোসাইটির একটি নোটিস ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধেছে। সেই নোটিসে জাতিবিদ্বেষের অভিযোগ রয়েছে। নোটিসের নথি যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে তা সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। যে নোটিস ঘিরে তোলপাড়, সেখানে বলা হয়েছে, হাউজিংয়ের ফ্ল্যাট কেবল ভাড়া দিতে হবে কোনও পরিবারকে। এছাড়াও রয়েছে বহু শর্ত।

নোটিসে হাউজিংয়ের সেক্রেটারি জানিয়েছেন, অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন যে, ফ্ল্যাটগুলি অবিবাহিত মহিলা ও অবিবাহিত পুরুষদের ভাড়া দেওয়া হচ্ছে, অনেকেই তাঁদের মধ্যে বিভিন্ন জাতির। আর এই বার্তাতেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। জাতি বিদ্বেষকে কেন্দ্র করে এই নোটিস আরও উস্কানি দিতে পারে বলে অনেকেই দাবি তুলেছেন। নোটিসে বলা হচ্ছে, এই পদক্ষেপ ‘সামাজিক নিয়মের লঙ্ঘন’ সম। নোটিসে বলা হচ্ছে, সোসাইটে ফ্ল্যাটে ভাড়া নেওয়া ‘অবিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলারা ৩০ দিনের মধ্যে ফ্ল্যাট খালি না করেন’ তাহলে ওই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে। এছাড়াও নোটিসে কার্যত হুমকির সুরে বলা হয়েছে, ওই ফ্ল্যাটের মালিকরা যদি নির্দেশ পালন না করেন, তাহলে তাঁদের দেওয়া নোংরা ফেলার জায়গা, পার্কিং এলাকার সুবিধা আর দেওয়া হবে না। (শিবরাত্রি উপলক্ষ্যে দেশ জুড়ে উৎসবের আবহ! রাজকোটে পুজো দিলেন মুকেশ আম্বানি)

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়। অনেকেই বলছেন, এমন ঘটনা গুজরাটের বিভিন্ন জায়গায় ঘটে গিয়েছে। এমনকি এখনও ঘটে যাচ্ছে। এছাড়াও নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন এই ঘটনা নিয়ে। অনেকেই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হন। উল্লেখ্য, কিছু মাস আগে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে যিনি ভাড়া দিচ্ছেন, তিনি দাবি করেন যে, ভাড়াটেকে হতে হবে আইআইটি কিম্বা আইআইএম-এর থেকে পাশ। এই পরিস্থিতিতে নেটিজেনদের রোষের মুখে পড়েন ওই বাড়ির মালিক। তারপর গুজরাটের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানে জাতিবিদ্বেষ ইস্যুতে সামনে আসা ভাইরাল নোটিস ঘিরে নয়া বিতর্ক দানা বেঁধেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup