শান্তিপ্রসাদের বেনামি ফ্ল্যাট থেকে উদ্ধার হল দেড় কেজি সোনা, ৫০ লক্ষ নগদ

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার SSC-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া গেল বিপুল সম্পদের হদিশ। বুধবার সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শান্তিপ্রসাদ সিনহার সার্ভে পার্ক এলাকায় একটি বেনামি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দেড় কেজি সোনা, প্রচুর নগদ ও সম্পত্তির নথি। সঙ্গে ১,৫০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার হয়েছে সেখান থেকে।

সিবিআই সূত্রে খবর, গত বছর অগাস্টা শান্তিপ্রসাদকে গ্রেফতার করে সিবিআই। তার পর তাকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা। নিয়োগদুর্নীতির অন্যতম কান্ডারি ছিল এই শান্তিপ্রসাদ। কোন কোনও অযোগ্য প্রার্থী চাকরি পাবে তা চূড়ান্ত করতেন তিনি। চাকরি বিক্রির সমস্ত দালালরা তার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে।

বুধবার সেই শান্তিপ্রসাদের সন্তোষপুরের বেনামি ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয় দেড় কেজি সোনা। যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। সঙ্গে উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখা ৫০ লক্ষ নগদ ও বেশ কিছু সম্পত্তির নথি। উদ্ধার হয়েছে ১,৫০০ অযোগ্য চাকরিপ্রার্থীর একটি তালিকাও।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এব্যাপারে শান্তিপ্রসাদকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। শান্তিপ্রসাদের এরকম আর কত বেনামি সম্পত্তি রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।