Indo-Nepal, Bhutan border: নেপাল-ভুটান সীমানায় আমদানি, রফতানি সহজতর করতে চালু ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ

ভারত লাগোয়া নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তগুলিতে পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রে জটিলতা দূর করতে ইডিআই (ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ) সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। সেই মতোই ভারত নেপাল ও ভুটান সীমান্তে ইডিআই সিস্টেম চালু হল। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এদিন সীমান্ত পরিদর্শন করেন। পরে সেখান থেকেই নাগরাকাটা ও কুলকুলি সীমান্ত স্থল বন্দরে ইডিআই পরিষেবার উদ্বোধন করেন তিনি। এরপর তিনি ইডিআই সিস্টেমের মাধ্যমে ভুটানের একটি গাড়িকে নেপালে যাওয়ার ছাড়পত্র দেন।

এদিন উদ্বোধনের আগে তিনি প্রথমে এসএসএবির ৪১ নং ব্যাটেলিয়ানের গৌড়সিং জোত বিওপিতে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস আধিকারিক ও এজেন্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভারত-নেপাল সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ‘সীমান্তে এই বন্দর গুরুত্বপূর্ণ। এখান থেকে ভুটান, নেপাল, বাংলাদেশে মাল আমদানি ও রফতানি হয়। এর ওপর ভরসা করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। ভারত থেকে যাওয়া সব জিনিসপত্র পর্যবেক্ষণ করা দরকার। তাই সি সিস্টেমের উদ্বোধন করা হল। মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশের স্থলবন্দরে এই পরিষেবার উদ্বোধন করেছেন।’ প্রসঙ্গত সীমান্তে চোরাচালান হওয়ার বহু অভিযোগ রয়েছে। এই পরিষেবা চালু হওয়ার ফলে চোরাচালানের মতো সমস্যা অনেকটাই কমানো সম্ভব হবে এবং চোরাচালান রুখতে সহায়তা করবে।

সীতারামন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ভারত লাগোয়া নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তগুলিতে পণ্য আমদানি ও রফতানির সমস্যা দূর করতে ইডিআই সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেম চালু হাওয়ার ফলে পণ্যবাহী ট্রাক দ্রুত আন্তর্জাতিক স্থলবন্দর থেকে অন্য আন্তর্জাতিক স্থল বন্দরে পৌঁছে যাবে। এতে সময় অনেক কম লাগবে। এছাড়াও কাগজপত্র সম্পর্কিত ঝামেলা অনেকটাই কম হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও জানান, ইডিআই সিস্টেম চালু হওয়ায় চোরাচালান রোখা সম্ভব হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup