Ind vs Aus, 1st ODI: শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে যুদ্ধ শুরু, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

<p><strong>মুম্বই:&nbsp;</strong>টেস্ট সিরিজে অজি বধ করে বর্ডার-গাওস্কর ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার শুরু ওয়ান ডে দ্বৈরথ। শুক্রবার প্রথম ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তিন ম্যাচের সিরিজের প্রথম দ্বৈরথ জিতে লিড নিতে মুখিয়ে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) দুই দলই।</p>
<p>এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>। পারিবারিক কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। যিনি ওয়াংখেড়েতে জোরকদমে প্রস্তুতি সেরে নিচ্ছেন। টেস্ট সিরিজে জাতীয় দলের বাইরে ছিলেন হার্দিক। তবে ওয়ান ডে সিরিজের আগে টগবগ করে ফুটছেন। হার্দিক নিজের ব্যাটিং অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে লিখেছেন, ‘টিম ইন্ডিয়া ডাকছে। চলো ঝাঁপিয়ে পড়ি’।</p>
<p>এ বছরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে জুলাই মাস পর্যন্ত এই তিনটি ওয়ান ডে-ই পাচ্ছে টিম ইন্ডিয়া। টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়ার জন্য তাই এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।</p>
<p>&nbsp;</p>
<p><iframe style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FOfficialHardikPandya%2Fposts%2Fpfbid0PyNWB4WfbPp9WbkVppmvpr5tVKnMfXDtrctdu8dTxbWdvi2ToJQy7dGu3N1Xowvyl&amp;show_text=true&amp;width=500" width="500" height="424" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>চলতি বছরে দেশের মাটিতে প্রথম শ্রীলঙ্কা ও পরে নিউজিল্যান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়েছে ভারত। সেই সিরিজে খেলতে পারেননি, এরকম কয়েকজন ক্রিকেটার দলে ফিরেছেন। যেমন রবীন্দ্র জাডেজা। যেমন কে এল রাহুল। অন্যদিকে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer">শ্রেয়স আইয়ার</a>, যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ চোটের জন্য নেই।</p>
<p>ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজের জায়গা বেশ তৈরি করে নিয়েছিলেন শ্রেয়স। ২০ ইনিংসে ৪৭.৩৫ ব্যাটিং গড় রেখে ৮০৫ রান। দুটি সেঞ্চুরি, পাঁচটি হাফসেঞ্চুরি। পিঠের চোটের জন্য এই সিরিজে নেই শ্রেয়স। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও পিঠের সমস্যায় খেলতে পারেননি। একই সমস্যায় ফের কাবু শ্রেয়স। তাঁর জায়গায় কি খেলবেন সূর্যকুমার যাদব?</p>
<p>টি-টোয়েন্টি দলে বড় নাম সূর্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শ্রেয়সের পরিবর্তে খেলেছিলেন। দুই ইনিংসে করেছিলেন ৩১ ও ১৪ রান। তবে ৫০ ওভারের ক্রিকেটে সেই আগুনে ফর্ম নেই স্কাইয়ের। ১৮ ইনিংসে মাত্র ২৮.৮৬ গড়ে রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেলে কাজে লাগাতে মুখিয়ে থাকবেন তিনি।</p>
<p><strong>যুযুধান</strong></p>
<p>ওয়ান ডে সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ</p>
<p><strong>কবে খেলা</strong></p>
<p>প্রথম ম্যাচ ১৭ মার্চ, শুক্রবার</p>
<p><strong>কোথায় খেলা</strong></p>
<p>খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে</p>
<p><strong>কখন শুরু ম্যাচ</strong></p>
<p>দিন-রাতের ম্যাচ শুরু দুপুর ১.৩০-এ। টস হবে দুপুর ১টায়।</p>
<p><strong>কোথায় দেখবেন</strong></p>
<p>খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি স্মার্টফোনেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টার অ্যাপে।</p>
<div class="article-data _thumbBrk uk-text-break">
<div>
<div class="article-data _thumbBrk uk-text-break">
<div class="twitter-tweet twitter-tweet-rendered">
<div class="article-data _thumbBrk uk-text-break">
<div><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের দস্তানা নিলামে তুললেন মার্তিনেজ" href="https://bengali.abplive.com/sports/emiliano-martinez-puts-his-world-cup-winning-gloves-for-auction-to-raise-funds-for-cancer-patients-963385" target="_self">ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের দস্তানা নিলামে তুললেন মার্তিনেজ</a></strong></div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="uk-margin">&nbsp;</div>