পড়াশুনো বন্ধ করে স্কুলে তৃণমূল বিধায়কের ‘সুরক্ষা কবচ’, ধমকে থামালেন স্থানীয়রা

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে হারের ক্ষত মেরামত করতে রবিবারই মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে দূরভাসে বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জনপ্রতিনিধিদের দলের পাঠানো কর্মসূচি সঠিকভাবে রূপায়নের নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশ পেয়ে পরদিনই কোমর বেঁধে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালনে নেমে পড়লেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উচ্চ মাধ্যমিক চলাকালীন স্কুলের পঠনপাঠন শিকেয় তুলে মাইক বাজিয়ে পালন করলেন কর্মসূচি। সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ায় চলল স্কুলের ভিতরেই।

সোমবার বড়ঞা ২ নম্বর পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। স্থানীয় নিমা প্রাথমিক স্কুল পরিদর্শন করেন তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ছিল খাওয়া দাওয়ার আয়োজনও। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সকাল ১০টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেই কর্মসূচি। কারণ তখন থেকেই শুরু হয় স্কুলের পঠনপাঠন। কিন্তু বেলা ১১টা পেরোলেও দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শেষ হয়নি। বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে খাওয়া দাওয়া। তৃণমূলের কর্মসূচির খাবার রান্না হয় স্কুলের মিড ডে মিলের ঘরে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার বাজিয়ে বক্তব্য রাখেন বিধায়ক। গান বাজিয়ে চলে নাচা – গানা। ওদিকে কর্মসূচির ঠেলায় শিকেয় ওঠে খুদেদের পড়াশুনো।

হুল্লোড় থামার নাম নেই দেখে প্রতিবাদ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তার পর বন্ধ হয় অনুষ্ঠান। তবে তখনও ভোজন পর্বে বিরতি পড়েনি। এই নিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, ‘১১টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে। স্কুলের কিছুটা সময় নষ্ট হয়েছে।’ ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্কুলের প্রধান শিক্ষক শেখ রাহাতুল্লাহ।