প্রাথমিকে ১০০ কোটির চাকরি বিক্রি করেছেন অয়ন, বলেছেন কুন্তল, চার্জশিটে জানাল ED

নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে কুন্তলের বিরুদ্ধে ১০৫ পাতার চার্জশিট পেশ করেন গোয়েন্দারা। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকের চাকরি বিক্রি করে ১০০ কোটি টাকা তুলেছেন অয়ন শীল।

মঙ্গলবার কুন্তলের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ইডি। চার্জশিটে ইডি জানিয়েছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসাজস করে প্রাথমিকে চাকরি বিক্রি করেছেন অয়ন শীল। ২০১২ ও ২০১৪ সালের টেটে প্রায় ১০০ কোটি টাকার চাকরি বিক্রি করেছেন তিনি। জেরায় একথা কুন্তল জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

শনিবার বিকেল থেকে ম্যারাথন তল্লাশির পর সোমবার ভোরে বিধাননগরের অফিস থেকে শান্তনু-ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। তাঁর দফতর থেকে পুরসভায় নিয়োগের প্রায় ৪০০ আসল OMR শিট পাওয়া গিয়েছে। জেরায় অয়ন জানিয়েছেন, রাজ্যের অন্তত ৬০টি পুরসভার ৫০০০ চাকরি বিক্রি করেছেন তিনি। পুরসভার চাকরি বিক্রি করেই আয় হয়েছে ৫০ কোটি টাকা। ইডির চার্জশিটে পেশ করা তথ্য যোগ করলে অয়নের মোট দুর্নীতির পরিমাণ এখনো পর্যন্ত প্রায় ১৫০ কোটি।