Sukanya Mondal: বাবা জেলে, মেয়েটার খেয়াল রাখিস, কেষ্ট কন্য়ার জন্য উদ্বিগ্ন মমতা

সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের কন্য়া। তাঁর সম্পত্তি নিয়েও নানা প্রশ্ন। তবে এবার সেই সুকন্য়াকে নিয়ে মন কাঁদছে মমতার। শুক্রবার কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সুকন্যার পিতা অনুব্রত মণ্ডল অবশ্য় সেই জেলা সভাপতির পদেই থাকছেন। আর তার সঙ্গেই সুকন্যার খেয়াল রাখার জন্য তিনি দলীয় নেতাদের নির্দেশ দেন। কার্যত স্নেহময়ী দিদির মতোই তিনি সুকন্যার প্রসঙ্গ উল্লেখ করেন।

দল সূত্রে খবর, মমতা এদিন সুকন্য়ার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, কেষ্ট এখন জেলে রয়েছে। মেয়েটা একা রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস। তবে দলের একাংশের মতে, দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাশীল অনুব্রত। পাশাপাশি মমতা অন্ত প্রাণ অনুব্রত মণ্ডল। একটা সময় মমতা বলতেন কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়। দলের অনেকের মতে কেষ্টর প্রতি অপার স্নেহ নেত্রীর। কিন্তু গরু পাচার কাণ্ডে বীরভূমের সেই তথাকথিত বেতাজ বাদশা এখন তিহাড় জেলে মশার কামড় খাচ্ছেন। এবার তার কন্য়াকে নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে অনুব্রতর সঙ্গে সুকন্য়াকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত শরীর খারাপের কথা জানিয়ে তিনি দিল্লি যাননি। তবে তিনি এখন বাড়িতে একা কাটাচ্ছেন বলে খবর। তবে সূত্রের খবর, অনুব্রতর বাড়িতে অবশ্য এখনও পুলিশের পাহারা থাকে। সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল সুকন্যার সঙ্গে। কিন্তু তাঁর কাছ পর্যন্ত পৌঁছন যায়নি। তবে নীচের তলায় থাকা নিরাপত্তাবাহিনী অবশ্য় জানিয়ে দিয়েছিলেন, তিনি বাড়িতেই রয়েছেন।

পিতা জেলে রাত কাটাচ্ছেন। হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ তার কন্যা সুকন্যার বিরুদ্ধেও। এনিয়ে দিল্লিতে ইডির দফতরে কয়েক দফা হাজির হয়েছিলেন সুকন্যা। এদিকে সেই সুকন্যার সম্পত্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমনকী একটা সময় তার চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে এবার সেই সুকন্যার বাড়ি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য দলকে নির্দেশ দিলেন মমতা।

এর সঙ্গেই কেষ্ট মণ্ডলের পাশে যে দল রয়েছেন, সেটাও এদিন দলের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ তিহাড় জেলে থাকলেও জেলা তৃণমূলের সভাপতি পদে থাকবেন অনুব্রত মণ্ডল। তবে বীরভূমে দলের সার্বিকভাবে অবশ্য নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।