ছেলের নগ্ন ছবির জেরে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাই হল না বাবার, কে তিনি?

১৯৭৮ সাল। দেশে তখন প্রথম জোট সরকার চলছে। মোররাজি দেশাই ছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সরকারের উপ প্রধানমন্ত্রী ছিলেন জগজীবন রাম। তিনি বাবুজী নামে পরিচিত ছিলেন। কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর বিরোধী বলে পরিচিত ছিলেন জগজীবন রাম। তবে ইতিহাস বলছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার কথা ছিল জগজীবনের। কিন্তু শেষ পর্যন্ত সেই চেয়ারে বসা হয়নি তাঁর? কিন্তু কেন ?

সূত্রের খবর, ১৯৭৮ সালে দিল্লি থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনে জগজীবন রামের পুত্রের একটি ছবি প্রকাশিত হয়েছিল। সেখানে কার্যত নগ্ন অবস্থায় ছিলেন জগজীবনের ৪৬ বছর বয়সী পুত্র সুরেশ রাম। সঙ্গে এক কলেজ ছাত্রী। আপত্তিকর অবস্থায় তোলা ওই ছবিকে ঘিরে শোরগোল পড়ে যায় দেশের রাজনীতিতে। কথা ওঠে উপ প্রধানমন্ত্রীর ছেলের একী কাণ্ড! দেশের প্রথম পলিটিকাল সেক্স স্ক্যান্ডাল।

তবে সুরেশ পরে ওই মেয়েকেই বিয়ে করেছিলেন। কিন্তু ততদিনে প্রধানমন্ত্রীর চেয়ার হাতছাড়া হয়েছে জগজীবনের।

এদিকে যে ম্যাগাজিনে ছবিটি প্রকাশিত হয়েছিল সেটির নাম সুর্য্য। আর সেই ম্যাগাজিনের এডিটরের নাম মানেকা গান্ধী। তিনি আবার ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। একটি পোলারয়েড ক্যামেরায় ছবিটি তোলা হয়েছিল। অনেকেই মনে করেন আসলে জগজীবনের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য প্লটটি তৈরি করেছিলেন তারই শত্রুরা।

খুশবন্ত সিং সেই ম্যাগাজিনের কনসাল্টিং এডিটর ছিলেন। তিনি পরে জানিয়েছিলেন ন্যাশানাল হেরাল্ডের অফিসে একটি মুখবন্ধ খামে ওই ছবি পাঠানো হয়েছিল। তবে ওই খবরের কাগজটা তখন কংগ্রেস চালাত।

পরে ১৯৭৯ সালে মোররাজি দেশাই সরকারের পতন হয়। জগজীবন রাম ও চৌধুরী চরণ সিংয়ের মধ্যে শুরু হয় কুর্সি নিয়ে লড়াই। পরে ইন্দিরা গান্ধী চরণ সিংকে সমর্থন করেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়েন চরণ সিং।

পরে চরণ সিং সরকারের পতনের পরে জগজীবন রামকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রচার করা হয়েছিল। তখনও তখন আবার বিপুলভাবে ফিরে আসেন ইন্দিরা গান্ধী। আর জগজীবনের স্বপ্ন বাস্তবে রূপ পেল না। বার বার হাত ছাড়া হল প্রধানমন্ত্রীর পদ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup