Virgin Orbit: ব্যর্থ লঞ্চ, টাকার অভাব, নিজেদের দেউলিয়া ঘোষণা করল মহাকাশ সংস্থা

নতুন করে আর বিনিয়োগ মেলেনি। আর সেই কারণেই দুরাবস্থায় ভার্জিন অরবিট। ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসনের এই উচ্চাকাঙ্খী সংস্থাই এবার নিজেদের দেউলিয়া হিসাবে ঘোষণা করল। BBC-র একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। গত সপ্তাহেই কার্যক্রম বন্ধ করে দিয়েছে সংস্থা। ইতিমধ্যেই সংস্থা বেচে দেওয়ার জন্য নতুন ক্রেতার খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেছে তারা। ভার্জিন অরবিট ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আসলে রিচার্ড ব্র্যানসনের অপর এক মহাকাশ অভিযান/পর্যটন সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের সহযোগী সংস্থা। চলতি বছরের শুরুতে এই সংস্থা ব্রিটেনের মাটি থেকে মহাকাশে প্রথম রকেট লঞ্চের প্রচেষ্টা করেছিল। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওয়াকিবহাল মহলের মতে, এই কারণেই এই সংস্থায় বিনিয়োগে আর সাহস পাচ্ছেন না কেউ। ফলে সংস্থার ভবিষ্যত কার্যত জলে ভেসে গিয়েছে। আরও পড়ুন:  ISRO: শীঘ্রই আরও ৩৬টি স্যাটেলাইট পাঠাবে ইসরো, পাবে ১,০০০ কোটি টাকা

উক্ত মিশনে ইউকে স্পেস এজেন্সি এবং কর্নওয়াল স্পেসপোর্টের সঙ্গে মোট নয়টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের বরাত পেয়েছিল রিচার্ড ব্র্যানসনের সংস্থা।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংস্থা গত সপ্তাহে জানায়, তারা পর্যাপ্ত তহবিল জোগাড় করতে না পারায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। গত সপ্তাহেই প্রায় ৮৫% কর্মীকে বাদ দেওয়া ঘোষণা করে তারা। এই কর্মী সংকোচন প্রক্রিয়ায় চাকরি হারিয়েছেন প্রায় ৬৭৫ জন কর্মী। বিভিন্ন ডিপার্টমেন্ট জুড়েই এই ছাঁটাই করা হয়েছে।

ভার্জিনের পরিকল্পনা ছিল মডিফায়েড বিমান থেকে মাঝ উড়ানে রকেট লঞ্চ করা। এর মাধ্যমে লঞ্চ সাইট সংক্রান্ত ঝামেলা, জ্বালানি খরচ হ্রাস পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করা যায়নি। বিশেষত ব্লু অরিজিন, স্পেসএক্স-এর দাপটে ব্যাকফুটে চলে গিয়েছে সংস্থা।

সংস্থার ১০০টি পদ বাদ দিয়ে বাকি কর্মীদের ছাঁটাই করে দেবে ভার্জিন অরবিট। প্রায় ৯০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করে দেওয়া হবে। প্রত্যেক ডিপার্টমেন্ট এবং টিম থেকেই কর্মী ছাঁটাই করা হবে।

ভার্জিন অরবিট ভার্জিন গোষ্ঠীর অধীনস্থ একটি সংস্থা। তারা মূলত কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ সংক্রান্ত পরিষেবা প্রদান করে।

ভার্জিন অরবিট বাণিজ্যিক এবং মার্কিন সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত ব্যবহারের জন্য ক্যালিফোর্নিয়া থেকে এখনও পর্যন্ত চারটি সফল স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন করেছে। আরও পড়ুন: SpaceX-এর জন্য আরব থেকে টাকা তুলছেন Elon Musk? জানুন আসল সত্যিটা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup