Shaukat Molla :‘দল বিরোধী কাজ বরদাস্ত করা হবে না’, TMC নেতা কর্মীদের হুঁশিয়ারি শওকতের

ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে সম্প্রতি ক্যানি পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দলের তরফে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় দলের কাজকর্ম চালাবেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদরা। দায়িত্ব পাওয়ার পরেই ভাঙড়ের দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা পর্যবেক্ষক শওকত মোল্লা। তাঁর হুঁশিয়ারি দল বিরোধী কাজ একেবারে বরদাস্ত করা হবে না। সে ক্ষেত্রে কেউ দল বিরোধী কাজ করলেই কড়া পদক্ষেপ করা হবে। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে পাশে বসিয়ে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় শওকত মোল্লাকে।

সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পরেই গত বুধবার তৃণমূল কর্মীদের নিয়ে প্রথম কর্মীসভা করেন শওকত মোল্লা। ভাঙড়ের বামনঘাটায় এই কর্মীসভার আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল আহবায়ক আরাবুল ইসলাম, রহিম মোল্লা সহ অন্যান্যরা। এদিন দলীয় কর্মীদের সংঘবদ্ধ করতে কর্মীসভার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে সেখানে কর্মীদের উদ্দেশ্যে শওকতের বার্তা, ‘আরাবুল দা রহিমদাদের নেতৃত্বে এখানে সভা হয়েছে। আজকের পর থেকে দলের মধ্যে কোনও বিভাজন থাকবে না। ভিতরে যা কথা হবে বাইরেও সেই কথা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে দল চালাব। কেউ দল বিরোধী কাজ করলে বরদাস্ত করা হবে না। দলের মধ্যে কোন্দল বরদাস্ত করা হবে না। সেরকম কিছু হলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

একই সুর শোনা গিয়েছে আরাবুলের কন্ঠে। তিনি বলেন, ‘দলের মধ্যে লবি কোনওভাবেই চলবে না। শওকত মোল্লা এখানে নতুন করে দায়িত্ব নিয়েছেন। তাঁর নির্দেশকে মাথায় রেখে আমাদের চলতে হবে। ভাঙড়ে তৃণমূল নেতারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে বিজেপি, আইএসএফ এবং সিপিএম কোনও দলই টিকবে না। সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।’

উল্লেখ্য, ভাঙড়ে বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত থাকলে ভোটের ফলে তার প্রভাব পড়বে। সেই আশঙ্কায় দ্বন্দ্ব মেটাতে তৎপর হয় দল। এরপরেই সেখানকার নেতাদের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সি। প্রত্যেকের অভাব অভিযোগ শোনেন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব আগামী দিনে বরদাস্ত করা হবে না বলে তিনি জানিয়ে দেন। দলের সুব্রত বক্সি শওকত মোল্লার সঙ্গে সমন্বর রেখে এলাকায় কাজ করতে বলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup