ভাই তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসিসনি তার কী প্রমাণ আছে?: মমতা

ফের একবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে বসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের সমর্থনে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভাই তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসিসনি তার কী প্রমাণ আছে? তাঁর দাবি, শয়ে ছেলে মেয়েকে গ্রেফতার করে রেখে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে যাতে তারা বেরোতে না পারে। ইলেকশনে কাজ না করতে পারে।

এদিন মমতা বলেন, ‘যখনই ভোট আসে, বিজেপি মেরুকরণের বল নিয়ে রাস্তায় নেমে যায়। জাতিভেদ, মেরুকরণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো। মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলাও। মিডিয়া ট্রায়াল করো। একজনের বিচার না হওয়ার আগেই মিডিয়াতে খাইয়ে দিচ্ছে ওমুক লোকের বাড়ি এত টাকা পাওয়া গেছে। আরে ভাই তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসিসনি তার কী প্রমাণ আছে? এরকম তো অনেক কেস আমরা শুনেছি গল্পে – নাটকে – সিনেমায়। আজকে তো দেখছি বাস্তব হচ্ছে এগুলো। যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেও। যারা সব থেকে বড় বন্ধু ছিল। তারা সব থেকে বেশি অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছো? আর আজকে শয়ে শয়ে ছেলে মেয়েকে গ্রেফতার করে রেখে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে যাতে তারা বেরোতে না পারে। ইলেকশনে কাজ না করতে পারে’।

এর আগে নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে বহিষ্কৃত ভুয়ো শিক্ষকদের সমর্থনে মুখ খুলেছিলেন মমতা। এবার সরাসরি অভিযুক্তদের সমর্থনে মুখ খুললেন তিনি। তাও আবার তাঁর দলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির দিনে।