IPL 2023: When And Where To Watch Punjab Kings Vs Lucknow Super Giants

PBKS vs LSG: তার মধ্যে ৪টি করে ম্যাচ জিতেছে তারা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ যেই দলই জিতবে, তারাই প্লে অফের দৌড়ে আরও কিছুটা এগিয়ে যাবে। 


মোহালি: আইপিএলে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপারজায়ান্টস। মোহালিতে নিজেদের ঘরের মাঠে এদিন খেলতে নামবে পাঞ্জাব শিবির। এখনও পর্যন্ত দুটো দলই ৭টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি করে ম্যাচ জিতেছে তারা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ যেই দলই জিতবে, তারাই প্লে অফের দৌড়ে আরও কিছুটা এগিয়ে যাবে। 

মোহালির পিচ ব্যাটারদের জন্য সুবিধের। যদিও এখনও পর্যন্ত এই আইপিএলে দুশোর গণ্ডি ছুঁতে পারেনি কোনও দল এই পিচে। লখনউয়ের বোলিং অ্যাটাকে মার্ক উডের অভাব কিছুটা অনুভব করবে দল। গত ১৫ এপ্রিলের পর থেকে কোনও ম্যাচ খেলতে পারেননি ইংল্যান্ডের পেসার। তিনি একটু অসুস্থ ছিলেন। অন্যদিকে কাঁধের চোটের জন্য গত তিনটি ম্যাচ খেলতে পারেননি পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে হয়ত প্রথম একাদশে খেলবেন পাঞ্জাব অধিনায়ক। সেক্ষেত্রে স্যাম কারানকে আর এই ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে না। 

 

t-align: justify;”>আজকের খেলা

আজ আইপিএলে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সে খেলা

কবে খেলা?

আজ ২৮ এপ্রিল, শুক্রবার পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপারজায়ান্টস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপারজায়ান্টস এই ম্যাচটি।

চোট পেয়ে ছিটকে গেলেন সুন্দর

আইপিএলে এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। এবার তার মধ্যেই ফ্র্যাঞ্চাইজির চাপ আরও বাড়িয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর পাওয়া যাবে না সুন্দরকে। সানরাইজার্সের সোশ্য়াল মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে এই বিষয়ে। তরুণ অলরাউন্ডারের দ্রুত সুস্থতা কামনা করেছে ফ্র্যাঞ্চাইজি।

এবারের টুর্নামেন্টে সাত ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন সুন্দর। কিন্তু নিজের চেনা ফর্মে ছিলেন না তিনি। ব্য়াট-বল কোনও কিছুতেই সেভাবে ভরসা জোগাতে পারছিলেন না দলকে। মাত্র ৬০ রান ঝুলিতে পুরেছিলেন তিনি। গড় ছিল মাত্র ১৫। ৩টি উইকেটও নিয়েছিলেন তিনি। ৭ ম্যাচে ৪৮.৬৬ গড়। ইকনমি ৮.২৬। উল্লেখ্য, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিলাম থেকে নিয়েছিল সুন্দরকে।