‘বাখমুতে এখনও ভাড়াটে যোদ্ধা পাঠাচ্ছে রাশিয়া’

ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতে রুশ ও কিয়েভের বাহিনীর প্রবল লড়াই চলছে ৯ মাসের বেশি সময়। এ অবস্থায় বাখমুতের মাটিতে এখন লড়াই করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। তিনি বলেন, এই পরিস্থিতিতেও রণাঙ্গনে ভাড়াটে যোদ্ধা পাঠানো থেমে নেই মস্কোর।
বাখমুত ইউক্রেন ও  রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি কয়েক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছিল রুশ… বিস্তারিত