Sukanta Majumder: বেলাইনে যারা আছেন লাইনে আসুন, নইলে বগি কাটা পড়ে যাবে, উলুবেড়িয়ায় সুকান্ত

সময় থাকতে লাইনে চলে আসুন, নইলে বগি কাটা পড়ে যাবে। সোমবার হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা ১ নম্বর মণ্ডলের রঘুদেবপুরে দলের পুনর্নির্মিত দফতরের উদ্বোধন কর্মসূচিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, বিজেপি কারও সঙ্গে বিভেদ করে না। বিরোধীরা সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে।

এদিন সুকান্তবাবু বলেন, ‘তৃণমূল নেতারা চুরি করে কোটি কোটি টাকা জমিয়েছে। চারটে পাঁচটা অট্টালিকা বানিয়েছে। তারা আপনাদের ধর্মীয় উসকানি দিচ্ছে। আর আপনারা লাফাতে লাফাতে বিজেপির পার্টি অফিস জ্বালাতে চলে যাচ্ছেন’।

তাঁর প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গে তো কোনও দিন বিজেপি ক্ষমতায় আসেনি। সব ধর্মনিরপেক্ষ দল ক্ষমতায় ছিল। তাহলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে চিকিৎসক – ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না কেন? কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে। ভোটের সময় গুন্ডা হিসাবে ব্যবহার করেছে মানুষ হিসাবে ব্যবহার করেনি। বিজেপি ক্ষমতায় এলে কোনও তোষণ ছাড়া সবার সাথে সমভাব নিয়ে উন্নয়ন করবে’।

এর পরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘কাশ্মীরকে আমরা লাইনে নিয়ে এসেছি। তাই যারা লাইনচ্যুত হয়েছেন তারা বগি লাইনে নিয়ে আসুন। নইলে বগি কাটা পড়ে যাবে। তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না। এখনও সময় আছে। ভারতবর্ষের মূল সংস্কৃতি, চিন্তাধারার সঙ্গে যুক্ত হন। আমারটাই ভালো, আমারটাই ঠিক, অন্যেরটা ভুল, ভারতবর্ষ এই চিন্তাধারাকে বিশ্বাস করে না’।

নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র সাম্প্রদায়িক তাণ্ডব চলাকালীন হাওড়ার এই পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিল চরমপন্থী উগ্র মুসলিম জনতা।