UN New Report: আর কোভিড, এইডস নয়, চোখ রাঙাচ্ছে এই বিপজ্জনক রোগ, সাবধান করল রাষ্ট্রসংঘ

কোভিড বা এইডস নয়, মহামারি আতঙ্কের নয়া নাম টিউবারকিউলোসিস বা টিবি। রাষ্ট্রসংঘের তরফে সম্প্রতি এই সতর্কতাই জারি করা হল। রাষ্ট্রসংঘের উচ্চস্তরের আধিকারিক এই বিষয়ে সতর্ক করলেন সারা বিশ্বকে। দিন দিন বেড়ে চলেছে টিউবারকিউলোসিস রোগের হার। হাওয়ার মাধ্যমে এই রোগের জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। সারা বিশ্বে এইডস বা কোভিডের থেকে বেশি মানুষ মারা যাচ্ছে টিউবারকিউলোসিস রোগে। এই রোগে আক্রান্ত সবচেয়ে বেশি মানুষ পাওয়া যাচ্ছে ইউক্রেন ও সুদানের বিতর্কিত এলাকায়। একইসঙ্গে রয়েছে আরেকটি জটিলতা। এই রোগে আক্রান্ত রোগীদের সহজে খুঁজে বার করা মুশকিল। ফলে রোগীর আসল পরিসংখ্যান আরও বেশি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ৫২ বছর বয়সে মুখে ব্রণ! হালকা চালেই চিকিৎসককে বলেন মহিলা, তাতেই ধরা পড়ল মারণরোগ

আরও পড়ুন: আর দর কষাকষি নয়, মনমতো সেরা সাইজের মাছ ‘ছাপিয়ে’ খান, কীভাবে খাবেন জেনে নিন

কোনও নির্দিষ্ট দেশ নয়, সারা বিশ্বের থাবা ফেলেছে টিবি রোগটি। সংবাদমাধ্যম এপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিকিৎসক লুসিকা দিতিউ বলেন, টিবি রোগে প্রতিদিন ৪৪০০ মানুষ মারা যাচ্ছেন। এর মধ্যে ৭০০ শিশুও রয়েছে। প্রসঙ্গত চিকিৎসক দিতিউ স্টপ টিবি পার্টনারশিপের ডাইরেক্টর। তিনি আগামী সেপ্টেম্বরে একটি বড়সড় বৈঠকের আয়োজন করছেন। রাষ্ট্রসঙ্ঘের এই বৈঠকে সারা বিশ্বের সমস্ত দেশনেতারা উপস্থিত হবেন। এই দিন তার কথায় কোভিডের আগে টিবি রোগের এত বাড়াবাড়ি হয়নি। কিন্তু কোভিডের পরে পুরো দৃশ্যটাই পাল্টে গিয়েছে। দেখা গিয়েছে, একটি বিশেষ ধরনের টিবি রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাশির সঙ্গে রক্ত উঠে আসা এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া এই বিশেষ টিবি রোগটির একটি বড় লক্ষণ।

এই রোগের ফলে ইউক্রেনের আর্থিক অবস্থার উপর যথেষ্ট পরিমাণে চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই দেশে এই রোগ চিকিৎসা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। দিতিউ আরও জানান, এই রোগে ইউক্রেনে ৩৪০০০ মানুষ আক্রান্ত হয়েছেন। এই হার গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, ইউক্রেনের এই বিশেষ টিবি রোগে ওষুধও ঠিকমতো কাজ করে না বলে জানাচ্ছেন দিতিউ। ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। সারা বিশ্বকে এই রোগ নিরাময়ে এগিয়ে আসার জন্য উৎসাহ দিতেই সেপ্টেম্বরে আয়োজিত হচ্ছে বিশেষ বৈঠক। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup