Mountaineer Piyali Basak Hospitalized In Kathmandu With Frost Bite In Both Legs, Know In Details

কলকাতা: গুরুতর অসুস্থ পিয়ালি বসাক (Piyali Basak)। তাঁর স্নো ব্লাইন্ডনেস কিছুটা কেটেছে। আবছা হলেও দেখতে পাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দৃষ্টিশক্তি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। তবে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর দুপায়ের তুষারক্ষত নিয়ে।

ABP Ananda – Live TV

মাকালু শৃঙ্গ জয় করে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন চন্দননগরের পর্বতারোহী। নিউমোনিয়ায় আক্রান্ত পাহাড়-কন্যা পিয়ালি বসাক (Piyali Basak)। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন চন্দননগরের মেয়ে। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে প্রায় ২২ ঘণ্টা বরফের মধ্যে আটকে ছিলেন পিয়ালি। হাত-পায়ের আঙুলে ফ্রস্টবাইট বা তুষারক্ষতও তৈরি হয়। কাঠমান্ডু ফেরার পর, মঙ্গলবার জ্বর আসে। রাতে হাসপাতালে ভর্তি করা হয় পিয়ালিকে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি (Piyali Basak)।

বৃহস্পতিবার পিয়ালির একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দুপায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন পাহাড়-কন্যা। 

মাকালু শৃঙ্গ জয় করে নীচে নামার সময় থেকেই অস্বস্তি বোধ করছিলেন পিয়ালি। চোখে সমস্য়া হচ্ছিল তাঁর। তার জেরে বাকিদের সঙ্গে নীচে নেমে আসতে পারেননি তিনি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় ২২ ঘণ্টা ৭ হাজার ৮০০ মিটার উচ্চতায় পর্বতের উপরেই আটকে ছিলেন তিনি। তাতে হাত এবং পায়ের আঙুলে তুষারক্ষত তৈরি হয়। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেস ক্যাম্পে। তার পরই অসুস্থ হয়ে পড়েন।

পিয়ালির বোন তমালি বসাক জানিয়েছেন, দিদির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। পিয়ালি তাঁকে জানিয়েছেন, তিনি বেঁচে থাকবেন, তা শেরপারাও ভাবতে পারেননি। ঘুমিয়ে পড়লে যেখানে মৃত্যু অবধারিত, সেখানে ২২ ঘণ্টা দাঁড়িয়ে কাটিয়েছেন তিনি। আপাতত স্বাভাবিক কথাবার্তা বলছেন পিয়ালি। মা স্বপ্না বসাককে পিয়ালি জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকই ছিল তাঁর।

তমালি জানিয়েছেন, কথা বলার সময় পিয়ালির গলার আওয়াজ শুনে মনে হয়েছে তিনি ঠিকই আছেন। আগের থেকে পরিষ্কার ভাবে কথা বলতে পারছেন তিনি। চিকিৎসকরা কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সুস্থ হলেই পিয়ালি ফিরবেন চন্দননগরে। 

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পর্বতারোহী পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন তিনি। তার পর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্টে ওঠেন পিয়ালি। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন তিনি। মাকালু জয় করা চতুর্থ ভারতীয় পর্বতারোহী পিয়ালি।

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের