CSK vs GT IPL 2023 Final LIVE Score Updates Chennai Super Kings vs Gujarat Titans Ball By Ball Commentary IPL Season 16 Title Winner Champions Runner-Up Match Highlights

আইপিএলের ফাইনালে আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। মতান্তরে আইপিএলের সবথেকে শক্তিশালী বোলিং লাইনআপ রয়েছে গুজরাতের। অন্তত পরিসংখ্যান দেখলে তেমনটাই মনে হয়। গুজরাতের তিন তারকা বোলার মহম্মদ শামি (২৮ উইকেট), রশিদ খান (২৭ উইকেট) ও মোহিত শর্মা (২৪ উইকেট) রয়েছেন পার্পল ক্যাপ তালিকার প্রথম তিন স্থানে। নতুন বল হাতে মহম্মদ শামি গোটা মরসুম জুড়েই আগুন ঝরিয়েছেন। রশিদ খানের ভেল্কি যে কোনও ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম, আর মোহিত শর্মা যেন আবার নতুন করে নিজের দক্ষতা প্রমাণে মরিয়া। 

অপরদিকে, চেন্নাই সুপার কিংসের দুই তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে উভয়েই ছন্দে রয়েছেন। কনওয়ে যেখানে ৬২৫ রান করেছেন, সেখানে রুতুর সংগ্রহ ৫৬৪ রান। তাই তাঁদের বিরুদ্ধে শামি, মোহিতদের ব্যাট-বলের লড়াইটার দিকে নিঃসন্দেহে সকলেরই নজর থাকবে। নজর থাকবে দুই দলের দুই তারকা অধিনায়কের দিকেও। মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই পূর্ব নির্ধারিত পরিকল্পনা নয়, নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রেখে সিদ্ধান্ত নেন ম্যাচের পরিস্থিতি দেখে। গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য বরাবরই ধোনিকে নিজের আইডল বলে এসেছেন। তাঁর অধিনায়কত্বেও অনেকেও ধোনির বুদ্ধিমত্তার পরিচয় পান। তাই তারকা অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ে কে জয়লাভ করেন, তার দিকে নজর থাকবেই।

সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন শুভমন গিল। গত চার আইপিএল ম্যাচে তিনটি শতরান হাঁকানো শুভমন স্বপ্নের ফর্মে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সিএসকের মাথিশা পাথিরানা, দীপক চাহাররা কেমন বোলিং করেন, তার ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। শুভমনকে রোখার জন্য ‘ক্যাপ্টেন কুল’ কী পরিকল্পনা করেন, সেটাই দেখার বিষয়। আমদাবাদ ব্যাটিং সহায়ক পিচ এবং ছোট দৈঘ্যের মাঠে গোটা মরসুম জুড়েই প্রচুর রান উঠেছে। ফাইনালেও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল। দুই দলের দুর্বলতা বলতে তেমন কিছু নেই, বরং চারিত্রিক দিক থেকে অনেকাংশে গুজরাত ও সিএসকের মিলই রয়েছে।