Pingla: নব জোয়ারের আগে TMC – BJP সংঘর্ষ, আহত ১৬, পুড়ল তৃণমূলের পতাকা

অভিষেকের নব জোয়ার কর্মসূচির আগেই পশ্চিম মেদিনীপুরের পিংলাতে পতাকা টাঙানো নিয়ে তৃণমূল – বিজেপির সংঘর্ষ। রবিবার দুপুরে এই ঘটনায় এখনো পর্যন্ত ২ পক্ষের ১৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মেদিনীপুর মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার পিংলা ব্লকের অন্তর্গত জামনা ২ নম্বর অঞ্চলের মাধবচক এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে কার্যকারিনী বৈঠক চলছিল। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। ঠিক সেই সময় তৃনমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি এসে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। ভাঙচুর চালায় বিজেপির কার্যালয়ে।

তৃণমূলের পালটা দাবি, অভিষেকের রোড শোর প্রস্তুতি হিসাবে ওই এলাকায় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় বিজেপির নেতারা তাদের পতাকা খুলে জ্বালিয়ে দেন। এতেই দুই পক্ষের বচসা বাঁধে। যা থেকে শুরু হয় মারামারি। সংঘর্ষে আহত হয় ১৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। হাজির হন মন্ত্রী মানস ভুঁইয়া। এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের তরফে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।