Coromandel Express Accident Reason: মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় করমণ্ডল, যান্ত্রিক ত্রুটি না ড্রাইভারের ভুল?

রীতেশ মিশ্র এবং দেবব্রত মোহান্তি

মানুষের ভুলের জেরেই সম্ভবত ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। যে ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিগন্যালিং কন্ট্রোল রুমের ভিডিয়োয় দেখা গিয়েছে যে ভুল লাইনে ঢুকে পড়েছে আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। তবে এখনও বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ওই মহলের মতে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসার পরেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। যে ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলের এক শীর্ষকর্তা জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনের সিগন্যালিং রুমের ভিডিয়োয় দেখা গিয়েছে যে সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশন পেরিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। যে লুপ লাইনে আগে থেকেই একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আদতে মেন লাইনে ধরে ভুবনেশ্বরের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসের। সেই ভুলের জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে ভিডিয়োর ভিত্তিতে প্রাথমিকভাবে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য কারণ উঠে এসেছে, সেই ভিডিয়ো দেখেছে হিন্দুস্তান টাইমস। ভিডিয়োয় দেখা গিয়েছে যে দুটি মেন লাইন এবং দুটি লুপ লাইন আছে।

আরও পড়ুন: Coromandel Express Accident History: ১৪ বছর আগে এই ওড়িশায় হয়েছিল লাইনচ্যুত, ‘অভিশাপ’ পিছু ছাড়ছে না করমণ্ডলের

রেল মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় যখন দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, তখন সেটি ঘণ্টায় ১২৭ কিলোমিটার বেগে ছুটছিল। যা দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেনের সাধারণ গতিবেগ। সেইসময় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। লুপ লাইন থেকে কয়েকটি বগি ছিটকে মেন লাইনে চলে যায়। কিছুক্ষণ পরে সেই লাইন দিয়ে আসছিল ডাউন ১২৮৬৪ SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তা করমণ্ডলের ছিটকে যাওয়া কোচে ধাক্কা মারে। লাইনচ্যুত হয়ে যায় ডাউন ট্রেনের কয়েকটি কোচ।

আরও পড়ুন: Coromandel Express Accident Live Updates: হেলিকপ্টারে রওনা মমতার, বালাসোরে যাবেন মোদীও

তবে চালকের ভুলে সেই ঘটনা হয়েছে বাকি অন্য কারও ভুলে সেই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও কিছু বলতে চাইছেন না রেলের কর্তারা। নাম গোপন রাখার শর্তে বিষয়টি নিয়ে রেলের এক শীর্ষকর্তা বলছেন, ‘কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, কেন দুর্ঘটনা হয়েছে, তা পূর্ণাঙ্গ তদন্তের পর বোঝা যাবে। ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড (তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী)। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মানুষের ভুলেই সেই দুর্ঘটনা ঘটেছে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)