Ranji Trophy: Bengal Is Clubbed At Group B With Mumbai, Andhra Pradesh, Kerala, UP, Know In Details

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ বিন্যাস হয়ে গেল। গতবারের মতোই এবারই অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে বাংলা (Bengal Cricket Team)। এলিট গ্রুপ বি-তে রয়েছে বাংলা দল। যদিও এই গ্রুপেই রয়েছে মুম্বইয়ের মতো ঘরোয়া ক্রিকেটে প্রবল শক্তিশালী দলও। তবু, গ্রুপ পর্বে খুব বেশি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে না বাংলাকে।

সামনে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তাই এবার রঞ্জি ট্রফি শুরু হবে একটু দেরিতে। আগামী বছর ৫ জানুয়ারি শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। গত রঞ্জি ট্রফির ফাইনালে ঘরের মাঠে সৌরাষ্ট্রের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। এবার তাদের সঙ্গেই গ্রুপ বি-তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তীসগঢ়, উত্তর প্রদেশ, অসম ও বিহার। আট দলের মধ্যে খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী মুম্বই। বাকি কোনও দলই রেকর্ড হোক বা পারফরম্যান্স – মুম্বইয়ের ধারেকাছে নেই।

বাংলার পক্ষে সুখবর বলতে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটি লক্ষ্মীরতন শুক্লর ছেলেরে খেলবেন ঘরের মাঠে। ছত্তীসগঢ় ও বিহারের বিরুদ্ধে ম্যাচও খেলতে হবে ঘরের মাঠে। উত্তর প্রদেশ, অসম, কেরল ও অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে বাংলার অ্যাওয়ে ম্যাচ। উত্তর প্রদেশ দলে রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার থাকলেও, দল হিসাবে গত কয়েক মরশুমে নজর কাড়তে ব্যর্থ। গত মরশুমে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে উত্তর প্রদেশকে হারিয়েছিল বাংলা। 

 

গ্রুপ বিন্যাস হয়ে যাওয়ার পরে বাংলার কোচ লক্ষ্মীরতম শুক্ল বলেছেন, ‘আমাদের গ্রুপে কে আছে তা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের দল নিয়ে ভাবছি। ট্রফি জিততে হলে অনেকটা পথ পেরতে হবে। রবিবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বাংলা দলের অন্যতম কোচ সৌরাশিস লাহিড়ী। জুলাই মাসের শুরুর দিক থেকে ইন্ডোর স্টেডিয়ামে প্রাক মরশুম প্রস্তুতি শিবির শুরু করবে বাংলা।                                                   

আরও পড়ুন: প্রথম খেতাবের সামনে থেকে ফের খালি হাতে ফিরল ক্রোয়েশিয়া, ১১ বছর পর স্পেনের ট্রফি