IIT খড়গপুরের ফের রহস্য মৃত্যু ভিন রাজ্যের ছাত্রের

আইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। তাই নিয়ে এখনও মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তারই মধ্যে ফের আইআইটি খড়গপুরে অস্বাভাবিক মৃত্যু হল ভিন রাজ্যের এক পড়ুয়ার। মৃতের নাম সুরিয়া দীপন (২২)। শিক্ষাপ্রতিষ্ঠানে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। তড়িঘড়ি সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ফয়জবের মৃত্যু বেশ কাটতে না কাটতে ফের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের বিতর্কে আইআইটি কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপন তামিলনাড়ুর বাসিন্দা। সামার ট্রেনিংয়ের জন্য দু’মাসের ইন্টার্নশিপ করতে গত ২০ দিন আগে তিনি খড়গপুর আইআইটিতে এসেছিলেন। তিনি সহপাঠীদের সঙ্গে আরকে হলের ৩০৪ নম্বর ঘরে ছিলেন। বুধবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রের।

সুরিয়া দীপন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) তিরুবনন্তপুরমের একজন ছাত্র। আরকে হলের ওই ঘরটিতে তাঁর সঙ্গে থাকছিলেন ২ জন সহপাঠী। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় ওই ছাত্রের পরিবারকে খবর দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে আজ শুক্রবার তাঁর ময়না তদন্তের ভিডিয়োগ্রাফি করা হবে। পশ্চিম মেদিনীপুর পুলিশের সুপার ধৃতিমান সরকার বলেন, ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হবে এবং প্রক্রিয়াটির ভিডিয়োগ্রফি করা হবে।’

আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার তমাল নাথ বলেন, ‘এই ঘটনা দুর্ভাগ্যজনক। আমরা পুলিশকে সমস্ত রকমভাবে সাহায্য করছি। ২০ দিন আগে আইআইএসইআর তিরুবনন্তপুরম থেকে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের জন্য এসেছিলেন ওই ছাত্র।’ দীপনের সহপাঠীদের দাবি, রাত দেড়টার দিকে ঘুম থেকে উঠে তাঁরা দীপনকে কাঁদতে দেখেন। পুলিশ জানিয়েছে, দীপন ২০২২ সালে কোয়েম্বাটোরের ভরথিয়ার বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক হন। এরপর তিনি রসায়নে মাস্টার ডিগ্রি করছিলেন। এদিকে, ফয়জান আহমেদের মৃত্যুর তদন্তে হাইকোর্টের গঠিত টিম বৃহস্পতিবার খড়গপুরে ছিল। তারা হস্টেল পরিদর্শন করেছে।