Tripura Rathyatra Accident: হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এল রথ, ত্রিপুরায় দুর্ঘটনায় মৃত ৬, আহত বহু

উল্টো রথের দিন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ত্রিপুরার উনকোটিতে। এক হাইভোল্টেজ তারের সঙ্গে রথের সংস্পর্শের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। আহতের সংখ্যা ১৫। আহতদের মধ্যে রয়েছে বহু শিশু।

জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছে ২ শিশু। পুলিশ জানিয়েছে, উল্টো রথের উৎসব চলাকালীন ওই ঘটনা ঘটে। এই দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হিন্দুশাস্ত্র মতে ফেরেন মাসির বাড়ি থেকে। সেই রথ টেনে মাসির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই সেই রথ ঘিরে ছিল ভক্তসমাগম। ত্রিপুরার উনকোটিতে রথ ঘিরে ছিল বিপুল জনতার ভিড়। অনেকেই সেখানে রথের রশি টেনে নিয়ে যাচ্ছিলেন। আচমকা সেখানে রথের সঙ্গে সংস্পর্শ হয় এক হাইভোল্টেদ বিদ্যুতের তারের। তার জেরেই এই দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এদিকে, ত্রিপুরার এই ঘটনা ঘিরে প্রতিক্রিয়ায় একটি টুইট করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানিয়েছেন উকোটির কুমারঘাটে যাচ্ছেন তিনি। আগরতলা থেকে ট্রেনে তিনি রওনা হচ্ছেন বলেও জানিয়েছেন মানিক সাহা।

জানা যাচ্ছে, রথ চলাকালীন ওভার হেডেরে হাইভোল্টেজ তারের সঙ্গে রথটির সংযোগ হয়। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান অনেকে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্কি করা হলেও, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। সেই মর্মান্তিক দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সদ্য। দেখা যাচ্ছে, মৃতরা পড়ে রয়েছেন রথের সামনে। শরীরে তাঁদের তখনও আগুনের শিখা। ভয়ানক সেই দৃশ্যে কার্যত শোকের ছায়া এলাকায়। স্বজনহারার আর্তনাদে গোটা উনকোটি। জানা গিয়েছে, আহতদের মধ্যেও অনেকে গুরুতর জখম হয়েছেন। এদিকে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।