বিজ্ঞাপনমুক্ত পেইড প্ল্যান আনছে ফেসবুক

ফেসবুক ও ইনস্টাগ্রামে পেইড সাবস্ক্রিপশন অপশন আনতে যাচ্ছে ফেসবুক। তবে এটা ইউরোপের ব্যবহারকারীদের জন্য।

নিউইয়র্ক টাইমসের সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়ন বিজ্ঞাপনমুক্ত টায়ার করার আইন করায় প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে ফেসবুকের আকর্ষণীয় কিছু ডাটা কালেকশন ম্যাথড বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম এনগেজেট।

কিন্তু প্রশ্ন উঠেছে এতে ফেসবুকের রাজস্বে প্রভাব পড়বে কিনা? গত এপ্রিলে মেটা জানায় ইইউ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুকের মোট রাজস্বর ১০ শতাংশ। এদিকে গত মে মাসে ইইউ নাগরিকদের ডাটা ইউএস ভিত্তিক সার্ভারে স্থানান্তর করায় ফেসবুককে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো জরিমানা করে। আবার গত বছর কয়েক মিলিয়ন ব্যবহারকারীর মোবাইল নম্বর বেহাত হওয়ায় ফেসবুককে ২৬৫ মিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ।