মুক্তিযুদ্ধে ভিয়েতনামের সহযোগিতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভিয়েতনামের জনগণ ও সে দেশের কমিউনিস্ট পার্টির অসামান্য সহযোগিতার কথা সিপিবি এবং বাংলাদেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’

সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সভাপতি ভু অং ডিন হিউয়ের নেতৃত্বে ঢাকা সফররত ভিয়েতনামের প্রতিনিধি দলের সঙ্গে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন তিনি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে এ বৈঠক হয়।

সিপিবি সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এএন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। এ সময় সিপিবি নেতৃবৃন্দ ভিয়েতনামের নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান।

বৈঠকে ভিয়েতনামের নেতা ১৯৭৩ সালে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে কথা বলা শহীদ ছাত্র ইউনিয়ন কর্মী মতিউল ও কাদেরের কথা স্মরণ করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ভু অং তার বক্তব্যে বলেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যুগ যুগের ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। যা ভবিষ্যতে আরও জোরদার হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গেও ভিয়েতনামের জনগণের গভীর এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। যা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, জনগণ ও সরকার বাংলাদেশের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে বলে জানান তিনি।

সিপিবি সভাপতি বলেন, ‘ভিয়েতনামের চলমান সমাজতান্ত্রিক কর্মসূচি এবং এর ফলশ্রুতিতে দৃশ্যমান অর্থনৈতিক উন্নয়ন অন্যান্য তথা বামপন্থীদের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। মার্কিন সাম্রাজ্যবাদ ও ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বীরোচিত লড়াইয়ের মধ্য দিয়ে জয়ী হয়ে ভিয়েতনামের পার্টি ইতিহাসে মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে।’

সিপিবি সভাপতি তার বক্তব্যে এশিয়ায় যুদ্ধের দামামা বন্ধে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় সিপিবির প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নানা বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং বিশেষ করে ন্যাটোর মদতে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি আজ সবার জন্য এক বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ সিপিবি সভাপতি রোহিঙ্গা সমস্যাসহ এশিয়ায় নানাবিধ সমস্যা সমাধানে ভিয়েতনামের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে ভিয়েতনামের নেতা সিপিবি নেতৃবৃন্দের হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।