Gmail new update: মেল ‘ফুল’ হয়েছে? এক ক্লিকেই ফাঁকা! জিমেলের নয়া আপডেটে বিশেষ সুবিধা

মেল আর মেল। জিমেলের অ্যাপ খুললেই শুধু মেলের রমরমা দেখা যায়। আর এই মেলের মধ্যে হারিয়ে যায় দরকারি মেলটাই। খুঁজে বার করতে রীতিমতো দম বেরিয়ে যায়। এদিকে মেল ডিলিট করা আরেক ঝামেলা। মোবাইল থেকে সহজে সব মেল ডিলিট করা যায় না। একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে হয়। সব একসঙ্গে সিলেক্ট করা যায় না। ফলে মেল ডিলিট করতেই লেগে যায় অনেকটা সময়। তবে এবার এই সমস্যার সমাধান করতে চলেছে জিমেল অ্যাপের নিয়ামক সংস্থা গুগল। অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল জিমেল।

(আরও পড়ুন: থানকুনি পাতার রস কি আদৌ স্মৃতিশক্তি বাড়ায়? আপনার জন্য এটি কাজের হবে কি না জানুন)

তাদের নয়া আপডেটেই সমস্যা মিটবে বলে জানিয়েছে গুগল। বলা হয়েছে, এই আপডেটে একটি নয়া অপশন আসছে। আর তার নাম ‘সিলেক্ট অল’। ‘সিলেক্ট অল’ অপশন দিয়ে সহজেই সবকটি মেল সিলেক্ট করে ফেলা যাবে। এতে মেল ডিলিট করার কাজটি আরও সহজ হবে বলেই জানাচ্ছে গুগল সংস্থা। প্রথমে সবকটি মেল সিলেক্ট করে নিয়ে প্রয়োজনীয় মেল ডিসিলেক্ট করতে হবে। এবার নির্বাচিত বা সিলেক্টেড মেলগুলি ডিলিট করে দিলেই ইনবক্স পরিষ্কার। 

(আরও পড়ুন: বিদেশিনীদের চুমু, গোপনাঙ্গে স্পর্শ, গ্রেফতার প্রখ্যাত হোটেলের বৃদ্ধ মালিক)

প্রসঙ্গত, এখন অধিকাংশ সাইটই গুগুল মেল আইডি দিয়ে লগইন করতে বলে। এর ফলে মেল আইডি চলে যায় সেই সাইটের কাছে। সাইটের তরফে এর পর আসতে থাকে বিভিন্ন প্রমোশনাল মেল, মার্কেটিং মেল। দরকারি না হলেও এমন মেলে ভরে যেতে থাকে ইনবক্স। নিয়মিত ইনবক্স চেক করেন না অনেকেই। এর ফলে মেল জমতে জমতে ভর্তি হয়ে যায় ইনবক্স। এই সমস্যা মেটাতেই নয়া অপশন আনল গুগল।

ডিলিটের কাজে সুবিধা করে দিতেই 2023.08.20.561750975 আপডেটটি রিলিজ করেছে জিমেল অ্যাপ। এই আপডেটে একসঙ্গে ৫০টা মেলও সিলেক্ট করা যায়। এর পর বুঝে শুনে ডিলিট করা যাবে মেলগুলি। এর আগে শুধু কম্পিউটারেই এই ব্যবস্থা ছিল জিমেলের। ইনবক্স পরিষ্কার করতে হলে ভরসা করতে হত কম্পিউটারের উপর। নয়া আপডেট আসায় সেই ঝামেলা সুরাহা হল অনেকটাই।