Jyotipriya Mullick: সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, বালুকে কালই ছুটি দিতে পারে অ্যাপোলো হাসপাতাল

আরও হেফাজতের আরও এক ধাপ কাছাকাছি গেলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সন্ধ্যায় তাঁকে ICU থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তার পরেও নানা রকম উপসর্গের অভিযোগ করে চলেছেন জ্যোতিপ্রিয়। তবে মনরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, উদ্বেগজনিত কারণে এই ধরণের আচরণ করছেন তিনি।

রবিবার জ্যোতিপ্রিয়র একাধিক রক্ত পরীক্ষা করা হয়। করা হয় হলটার মনিটরিং। কিন্তু কোনও পরীক্ষাতেই সেরকম কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ২ বার তাঁর মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের চুম্বকীয় অনুরণন চিত্রণ করা হয়। সেই রিপোর্টও সম্পূর্ণ স্বাভাবিক। তার পরেও নানা রকম শারীরিক উপসর্গের অভিযোগ করতে থাকেন জ্যোতিপ্রিয়। এর পর একজন মনরোগ বিশেষজ্ঞকে জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করতে পাঠায় মেডিক্যাল বোর্ড। তিনি জানিয়েছেন, জ্যোতিপ্রিয় তাঁর ও তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগছেন। যার জেরে নানা উপসর্গের অভিযোগ করছেন তিনি। যার কোনও বাস্তবতা নেই।

এর পরই EDকে বালুর বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেয় মেডিক্যাল বোর্ড। সঙ্গে বালুকে ICU থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেন তাঁরা। বালুকে আদৌ হাসপাতালে ভর্তি রাখার দরকার আছে কি না সেব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেল ৩টেয় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।