Mamata on Train Accident: কবে ঘুম ভাঙবে রেলের? অন্ধ্রপ্রদেশে ট্রেন দুুর্ঘটনা, উদ্বেগে মমতা

কয়েক মাসের মধ্যেই ফিরল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। অন্ধ্রপ্রদেশে এবার রেল দুর্ঘটনা। মৃত্যু হয়েছে একাধিকজনের। এবার এই রেল দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আবার একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলার ঘটনা। দুটি যাত্রীবাহীন ট্রেনের মধ্যে সংঘর্ষ। অন্তত ৮জনের মৃত্যু হয়েছে। ২৫জন আহত হয়েছেন ।

মমতা লিখেছেন, দুটি ট্রেনের মধ্য়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কামরা লাইনচ্যুত হয়েছে। অসহায় যাত্রীরা কামরার মধ্য়ে আটকে পড়েছিলেন। ফের সেই একই দুর্ভাগ্যজনক ঘটনা হল। ওই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, দ্রুত উদ্ধারকাজ করা হোক। এর সঙ্গেই তদন্ত করে দেখা হোক। রেলের কবে ঘুম ভাঙবে? লিখেছেন মমতা।

 

অনেকেরই এই দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বরে সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি উসকে উঠেছে। অনেকেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার মুখে পড়েছে তিনটি কোচ। ১০ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ) খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশেষ ট্রেন।

এদিকে গত জুন মাসে বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল। বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। কয়েকটি বগি ডাউন লাইনে ছিটকে পড়েছিল। সেইসময় ওই ডাউন লাইন দিয়ে আসছিল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মারা গিয়েছিলেন বহু যাত্রী। কার্যত দুমড়ে মুচড়ে যায় বগিগুলি। সেই দুর্ঘটনার রেশ ফুরোয়নি এখনও । তার আগে ফের দুর্ঘটনা।

ফের প্রশ্ন উঠল যাত্রী সুরক্ষা নিয়ে। এদিকে রেললাইনে দুর্ঘটনা এড়ানোর জন্য কবচ সুরক্ষা নিয়ে বার বারই নানা কথা উঠেছে। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এর আগে এনিয়ে সরব হয়েছিলেন। কিন্তু তারপরেও ফের সেই রেল দুর্ঘটনা। তবে রাতের অন্ধকারে চলছে উদ্ধারকাজ। মৃত্যুর সংখ্য়া যাতে না বাড়ে তার জন্য সবরকম চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ রেল দুর্ঘটনা তা জানা যায়নি।