এবার আমির খসরু গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মুহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। 

ডিবি সূত্র জানায়, খসরুর গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলার সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। 

আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গুলশান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ চার জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ধ্যায় গুলশান থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। 

এছাড়া রবিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ।