BY Vijayendra Yediyurappa: কর্ণাটকে বিজেপির রাজ্য সভাপতির পদ পেলেন ইয়েদুরিয়াপ্পার পুত্র, পরিবারবাদ?

বিওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরিয়াপ্পা। কর্ণাটকে বিজেপির রাজ্য় সভাপতির চেয়ার পেলেন তিনি। প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার পুত্র তিনি। তিনি হলেন দলের দশম রাজ্য সভাপতি। ২০১৯ সালে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন নলীন কুমার কাতিল। তাঁর জায়গায় এবার বিওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরিয়াপ্পা হলেন গেরুয়া ব্রিগেডের রাজ্য সভাপতি। 

বিজেপি তাদের বিবৃতিতে জানিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা বিধায়ক বিজয়েন্দ্র ইয়েদুরিয়াপ্পাকে রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ করেছেন। অবিলম্বে এটা প্রয়োগ করা হবে। 

বাবার একসময়ের বিধানসভা ক্ষেত্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন বিজয়েন্দ্র। তবে বিজেপির পক্ষ থেকে এখনও বিরোধী দলনেতার নাম উল্লেখ করেনি। 

বিএস ইয়েদুরিয়াপ্পা। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার কর্ণাটক ভোটে গেরুয়া শিবিরের পালে হাওয়া টানতে তিনি চেষ্টার কোনও কসুর করেননি। ছেলের জন্যও ব্যপক প্রচার করেছিলেন। পরে ছেলে জয়যুক্ত হন। 

এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে আবার পরিবারবাদের অভিযোগ উঠেছে। তবে এই পদকে ঘিরে গত কয়েকমাস ধরেই দড়ি টানাটানি চলছিল। কে ওই পদে বসবেন তা নিয়ে জোর টক্কর চলেছে গত কয়েক মাস ধরে। ওই পদ পাওয়ার দৌড়ে ছিলেন শোভা করন্দলাজে, সিটি রবি ও ভি সুনীল কুমার। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল  বিওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরিয়াপ্পার ভাগ্যেই। কর্ণাটক রাজ্যের বিজেপির সভাপতি পদে বসলেন তিনি। এবার তিনি দক্ষিণের ওই রাজ্যে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই দেখার। তবে এটা বলাই যায় যে ইয়েদুরিয়াপ্পার পুত্রের কাছে এবার নিঃসন্দেহে বড় চ্য়ালেঞ্জ।